Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দাড়িয়ে সালাম দেওয়াই আদব চাই রওযা শরীফে হোক বা যেখান থেকেই হোক না কেন৷ সুবহানাল্লাহ!





উপমহাদেশসহ আরবী-আজমী সুন্নী ঈমানদার সহ ওহাবী, দেওবন্দী খারেজীসহ সকলের কাছে গ্রহণযোগ্য মশহুর মুহাদ্দিস , ওলীআল্লাহ, শায়েখ আব্দুল হক্ব মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনার অনেক কিতাবের মাঝে একখানা ফারসী ভাষায় রচিত কিতাব হলো  'জযবুল ক্বুলুব ইলা দিয়ারিল মাহবুব'

বাংলা অনুবাদ করা হয়েছে ' হৃদয়ের টানে মদীনার পানে' নামে৷ কিতাবখানা মদীনা শরীফ, রওযা শরীফ উনাদের শান-মান , ফাজায়িল-ফজীলত , ইজ্জত-মর্যাদা নিয়ে লিখিত৷

এই কিতাব খানায়  ৩৩২-৩৩৫ পৃঃ রওযা পাকে সালাম পেশ করার নিয়ম শিরোনামে  উল্লেখ করা হয়েছে -

১৷ সাইয়্যিদুল মুরসালীন রহমাতুল্লীল আলামীন হুযূর আকরাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সালাম দেওয়ার সময় খাড়া হয়ে ডান হাতকে বাম হাতের উপরে বেঁধে নেবে৷


২৷ যিয়ারতকারী জালী শরীফের জানালার মুখোমুখী অথবা এর নিকটে বা দূরে দাঁড়াবে৷

৩৷ হুযূর আকরাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জীবীত অবস্থায় উনার সম্মুখে যে শ্রদ্ধা, আদব , বিনয় , ভয়-ভীতি ও মুহাব্বত নিয়ে দাঁড়ানো হতো সে বিশ্বাস এবং সেসব গুণাবলী সহকারে এখানেও দাঁড়াবে৷


৪৷ মনে প্রাণে একথার ওপর বিশ্বাস স্থাপন করবে যে , হুযূর আকরাম
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উপস্থিতি ,অবস্থান ও যিয়ারত সম্পর্কে সম্যকভাবে ওয়াকিফহাল৷

৫৷ ..... এ মহান দরবারে খাড়া হওয়া এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন করার সুযোগ লাভ করা নিতান্তই সৌভাগ্যের বিষয়৷




৬৷ .....দাঁড়িয়ে আল্লাহ তা'আলার তারীফ-প্রশংসা , দরূদ- ও সালাম এবং দু'আতে মশগুল হবে৷

কিতাবের ৩৪১ পৃঃ উল্লেখ আছে -

"মসজিদের ভেতরে বা বাইরে গমনাগমণের সময় যতবারই রওজা শরীফ অতিক্রম করবে , ততবারই দাঁড়িয়ে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর দরূদ ও সালাম পেশ করবে৷ যদিও বা দিনে কয়েকবার যাতায়াত করতে হয়৷"

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.