দেওবন্দীরাই টিভিতে প্রোগ্রাম ও ভিডিও ওয়াজের বিপক্ষে ফতওয়া দিয়েছে। সুবহানাল্লাহ!
তাহলে যে সকল দেওবন্দীরা
এইসব হারামে লিপ্ত তাদের কী হবে?
কিতাবের নাম “ডিজিটাল ছবি
ও ইলেকট্রিক মিডিয়া সম্পর্কে ইসলামের বিধান।”
মূল লেখকঃ মাওলা্না মুফতী
ইহসানুল্লাহ শায়েক,মুফতী জামিয়াতুর রশীদ আহসানাবাদ,করাচী, পাকিস্তান
অনুবাদ করেছেন বাংলাদেশী
দেওবনদী আলেমঃমাওলানা আব্দুল্লাহ আল ফারুক, উস্তাজুল হাদীস,দারুল উলুম রাম্পুরা,
ঢাকা।
সিডি ,টিভি সম্পর্কে
“জামিয়াতুল উলূমিল ইসলামিয়া বিন্নোরী টাউন,করাচি- এর ফতওয়াঃ
প্রশ্নঃ
বর্তমান যুগে ছবিযুক্ত সিডির ব্যবহার সর্বত্র ছড়িয়ে গেছে।
টিভি অথবা কম্পিউটারের পর্দায় এধরণের প্রোগ্রাম দেখা বা কোন আলেমের ওয়াজ-তাকরীর
শোনার শরীয়তে কী বিধান?কোন আলেমের টিভি চ্যানেলে গিয়ে বয়ান করার বিধান কী?
উত্তরঃ
একটি কথা আমাদের
স্পষ্টভাবে জেনে নিতে হবে যে, ছবিযূক্ত সিডির মাধ্যমে প্রোগ্রাম দেখা অথবা
কোন আলেমের ওয়াজ-নসীহত শোনা;কোনভাবেই
জায়িজ নয়।
.....................
তদ্রুপ ওয়ায-তাকরীরের
জন্য উলামায়ে কেরামের টিভিতে যাওয়াও জায়েজ নয়। এর এক কারণ হল,ছবি।দ্বিতীয় কারণ হল,
টিভি ইত্যাদিকে গঠন করা হয়েছে অবৈধ খেল-তামাশা ও চিত্তবিনোদনের জন্য। কাজেই দ্বিনী
ক্ষেত্রে সেগুলোর ব্যবহার ভুল ও নাজায়েজ বৈ কিছু নয়।
ফতওয়া প্রদানে-
ফযল মাবুদ
জামিয়াতুল উলূমিয়া
ইসলামিয়া বিন্নোরী টাউন করাচি
১৯/১০/১৪২৮হি ১/১১/২০০৭
ঈসায়ী
দুই জন মাওলানা সাহেব
ফতওয়া সত্যায়ন করেছেন।
নিচে স্ক্যান কপি দেয়া
হলঃ
No comments