Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

পবিত্র ৬ই রমাদ্বান শরীফ- সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহতিছ ছালিছাহ হযরত উম্মে কুলসূম আলাইহাস সালাম উনার সুমহান বিছাল শরীফ দিবস






اِنَّا اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيرًا. لِّتُؤْمِنُوْا بِاللهِ وَرَسُولِه وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وّ َاَصِيلا.
অর্থ : (হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারীস্বরূপ পাঠিয়েছি; যেন (হে মানুষ!) তোমরা মহান আল্লাহ তায়ালা উনার উপর এবং উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর ঈমান আনো এবং তোমরা উনার খিদমত করো ও উনার তাযীম-তাকরীম করো এবং উনার ছানা-ছিফত করো সকাল-সন্ধ্যা অর্থাৎ দায়িমীভাবে সদা-সর্বদা। (পবিত্র সূরা ফাত্্হ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৮, ৯)
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছালিছাহ হযরত উম্মে কুলসূম আলাইহাস সালাম উনার পরিচিতি :
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছালিছাহ হযরত উম্মে কুলসূম আলাইহাস সালাম উনার নাম মুবারক ছিলো উম্মে কুলসূম। উনার সম্মানিত পিতা যিনি- তিনি হচ্ছেন স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার সম্মানিতা মাতা হচ্ছেন উম্মুল মুমিনীন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত কুবরা আলাইহাস সালাম। তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তৃতীয় বানাত। তিনি দুনিয়াবী বয়স মুবারক হিসেবে সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার প্রায় ২ বছরের বড় ছিলেন।
সম্মানিত নিকাহ মুবারক:
প্রথমতঃ সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছালিছাহ হযরত উম্মে কুলসূম আলাইহাস সালাম উনার নিকাহ মুবারক হয়েছিলো আবু লাহাবের ছেলে উতায়বার সাথে। পবিত্র সূরা লাহাব শরীফ নাযিলের পর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বীয় সম্মানিতা বানাত উনাকে উতায়বার কাছ থেকে আলাদা করে নেন। পরবর্তীতে উনার নিকাহ মুবারক অনুষ্ঠিত হয় সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সাথে।
উল্লেখ্য যে, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি প্রথমতঃ নিকাহ মুবারক করেছিলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দ্বিতীয় বানাত সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছানীয়া সাইয়্যিদাতুনা হযরত রুকাইয়া আলাইহাস সালাম উনাকে। সুবহানাল্লাহ! উনার পবিত্র বিছাল শরীফ গ্রহণের পরে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার হৃদয় ভেঙ্গে খান খান হয়ে যায়। সারা যমীন উনার কাছে যেন অন্ধকার মনে হলো। সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছানীয়া হযরত রুকাইয়া আলাইহাস সালাম উনার বিরহে তিনি সর্বদা কান্না করতেন। এভাবেই তিনি জীবন অতিবাহিত করছিলেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার এরূপ অবস্থা দেখে একদা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে কাছে ডেকে বললেন, হে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম সর্বদা আপনাকে এরূপ চিন্তিত ব্যথিত দেখছি কেন? তখন সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম তিনি কান্নাজড়িত কন্ঠে বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ! ছল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছানীয়া হযরত রুকাইয়া আলাইহাস সালাম উনার পবিত্র বিছাল শরীফ গ্রহণে আমার কলিজা যেন প্রচ- আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমার উপর এমন কঠিন সময় অবতীর্ণ হয়েছে কায়িনাতের অন্য কারো উপর এমন কঠিন সময় অতিবাহিত হয়নি। আর সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছানীয়া হযরত রুকাইয়া আলাইহাস সালাম উনার খিদমত মুবারকের আঞ্জাম দেয়ার কারণে যে আপনার সন্তুষ্টি নৈকট্য ও আত্মীয়তার সম্পর্ক হয়েছিলো তা থেকে আমি নিজেকে বঞ্চিত মনে করছি। কাজেই উনার পবিত্র বিছাল শরীফ আমাকে ব্যথিত করে তুলেছে। হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার এই নিঃসংকোচ উক্তি মুবারক শুনে উনাকে আশ্বস্ত করে বললেন, হে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম! আপনি চিন্তিত হবেন না। আপনার জন্য সুসংবাদ রয়েছে। এদিকে মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম! উনাকে পাঠালেন এই পয়গাম নিয়ে যে, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার চোখের নূর মুবারক, আপনার জিসম মুবারক উনার অংশ মুবারক সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছালিছাহ হযরত উম্মে কুলসূম আলাইহাস সালাম উনাকে সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছানীয়া হযরত রুকাইয়া আলাইহাস সালাম উনার মোহরানার অনুরূপ মোহর ধার্যে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সাথে শাদী মুবারকে আবদ্ধ করে দিন। অতঃপর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে স্বীয় হুজরা শরীফে ডেকে এনে বিষয়টি অবগত করেন। সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি এ শুভ সংবাদ শুনার পর আনন্দিত হন এবং সম্মতি জানান। এরপর সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছালিছাহ হযরত উম্মে কুলসূম আলাইহাস সালাম উনার মুবারক খিদমত করার লক্ষ্যে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সাথে শাদী মুবারক দিয়ে দেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছালিছাহ হযরত উম্মে কুলস আলাইহাস সালাম উনার বিছাল শরীফ গ্রহণ:
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাতিছ ছালিছাহ হযরত উম্মে কুলসূম আলাইহাস সালাম তিনি ৯ম হিজরীর পবিত্র ৬ই রমাদ্বান শরীফ সম্মানিত বিছাল শরীফ গ্রহণ করেন। উনাকে পবিত্র মদীনা শরীফ উনার জান্নাতুল বাক্বীতে দাফন মুবারক করা হয়।


No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.