Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

হযরত সাইয়্যিদ আহমদ রেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার আকাবির খলিফা



১।ইমামুল হুদা হযরত মাওলানা আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি (ইনি হযরত শাহ্ আব্দুল আজীয মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি উনার জামাতা ছিলেন)
২।হযরত মাওলানা বেলায়েত আলী আযিমাবাদী রহমাতুল্লাহি আলাইহি।
৩।হযরত মাওলানা মুহম্মদ রামপুরী রহমাতুল্লাহি আলাইহি
হযরত খোদা বখসরহমাতুল্লাহি আলাইহি(মিরাট)
হযরত মাওলানা ইয়াকুব রহমাতুল্লাহি আলাইহি(দিল্লী)
হযরত মাওলানা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি(দিল্লী)
হযরত মাওলানা মুরতাযা খাঁ রামপুরী রহমাতুল্লাহি আলাইহি (উত্তর প্রদেশ)
হযরত মাওলানা আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাইহি (বোম্বে)
হযরত মাওলানা আব্দুল্লাহ্ রহমাতুল্লাহি আলাইহি(বেনারস)
১০হযরত সাইয়্যিদ কাসেম সাহেব নাছিরাবাদী রহমাতুল্লাহি আলাইহি(অযোধ্যা)
১১হযরত মাওলানা শিহাবুদ্দীন বাটালবী রহমাতুল্লাহি আলাইহি (পাঞ্জাব)
১২হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহি আলাইহি(কাশ্মীর)
১৩হযরত মাওলানা মিয়াঁ ফজল রহমাতুল্লাহি আলাইহি(শিয়াল কোর্ট পাকিস্তান)
১৪হযরত মাওলানা মুহম্মদ আজিম রহমাতুল্লাহি আলাইহি(পেশওয়ার আফগানিস্তান)
১৫হযরত মাওলানা আব্দুল্লাহ্ রহমাতুল্লাহি আলাইহি(গজনী, আফগানিস্তান)
১৬হযরত মিয়াজী নূর মুহম্মদ রহমাতুল্লাহি আলাইহি(ইনি হযরত খাজা হাজী মদাদুল্লাহ্ মুহাজিরে মক্কী রহমাতুল্লাহি আলাইহিউনার পীর সাহেব)
১৭হযরত কাজী ইউসুফ মুরকী রহমাতুল্লাহি আলাইহি (মহারাষ্ট্র)
১৮হযরত মাওলানা মির আহমদ আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহি(মাদ্রাজ)
১৯হযরত সাইয়্যিদ মুহম্মদ হামজা রহমাতুল্লাহি আলাইহি(বার্মা)
২০হযরত মাওলানা সাইয়্যিদ মুহম্মদ হুসাইন রহমাতুল্লাহি আলাইহি (উত্তর প্রদেশ)
২১হযরত মাওলানা চিশতীরহমাতুল্লাহি আলাইহি (কান্দলা),
২২হযরত মাওলানা হায়দার আলী রহমাতুল্লাহি আলাইহি(হুশিয়ারপুর),
২৩হযরত মাওলানা সূজাত আলী রহমাতুল্লাহি আলাইহি(আজিমাবাদ),
২৪হযরত মাওলানা আব্দুর রহীম বেলায়েতি রহমাতুল্লাহি আলাইহি(ইনি হাজী মদাদুল্লাহ্ মুহাজিরে মক্কী রহমাতুল্লাহি আলাইহিই উনার দাদা পীর সাহেব ছিলেন)
২৫হযরত মাওলানা সাইয়্যিদ আওলাদ হাসান রহমাতুল্লাহি আলাইহি (কান্নোজ)
২৬হযরত মাওলানা সাইয়্যিদ নেসার আলী ওরফে তিতুমীর রহমাতুল্লাহি আলাইহি(পশ্চিম বঙ্গ)
২৭হযরত হাফেজ মাওলানা জামালুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি(পশ্চিম বঙ্গ)
২৮হযরত নিযামুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি(দিল্লী),
হযরত মাওলানা ইকরামুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি(দিল্লী)
২৯হযরত মাওলানা ইমামুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি(বাংলাদেশ)
৩০হযরত মাওলানা রমিজুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি(বাংলাদেশ)
৩১হযরত মাওলানা শাহ্ সূফী নূর মুহম্মদ নিযামপূরী রহমাতুল্লাহি আলাইহি(বাংলাদেশ)
৩২হযরত মাওলানা শায়খুল উলামা শায়খ মুস্তফা মিরদাদ রহমাতুল্লাহি আলাইহি(ইনি মক্কা শরীফের হানাফী মুসাল্লার ইমাম ছিলেন)
৩৩হযরতুল আল্লামা খাজা আল মাস রহমাতুল্লাহি আলাইহি(ইনি পবিত্র মদীনা শরীফের গাউস ও প্রধান ওলী ছিলেন)
৩৪হযরত শামসুদ্দীন শায়খ আতা মিসরী রহমাতুল্লাহি আলাইহি(ইনি মিশরের বুজুর্গ ছিলেন)
৩৫হযরত সাইয়্যিদ হামজা রহমাতুল্লাহি আলাইহি
৩৬হযরত সাইয়্যিদ আকিল রহমাতুল্লাহি আলাইহি(মক্কা শরীফ)
এই দুই বুজুর্গ কাশ ও ইলহাম যোগে উনার কামালত বেলায়েতের দরজা অবগত হয়ে উনার নিকট বাইয়াত হয়েছেন),
৩৭হযরত শাইখুল আল্লামা শায়খ মুহম্মদ আলী হিন্দী রহমাতুল্লাহি আলাইহি(এই মহান ওলী বাইতুল্লাহ্ শরীফের মুর্দাররিছ ছিলেন)
৩৮হাফেজ মাগরিবী শায়খ আহমদ বিন ইদরীস রহমাতুল্লাহি আলাইহি(ইনি মাগরীব দেশের সুলতানের উজির ছিলেন এবং সহীহ্ বুখারী শরীফও উনার হিফ ছিলো)
৩৯হযরত শায়খ ওমর বিন আব্দুর রসূল রহমাতুল্লাহি আলাইহি(প্রসিদ্ধ ওলী ও হানাফী মুহাদ্দিস)
৪০হযরত শায়খ বোখরামী রহমাতুল্লাহি আলাইহি(ইনি মদীনা শরীফে মুর্দারিস ছিলেন)
৪১ক্বাজিউল কুজাত হযরত মাওলানা ফজলুর রহমান রহমাতুল্লাহি আলাইহি(কলিকাতা)
৪২কাজী মাওলানা আব্দুল বারী রহমাতুল্লাহি আলাইহি(কলিকাতা)
৪৩হযরত শাহ্ আহমদ রহমাতুল্লাহি আলাইহি(ইউপি)

আরও অন্যান্য খলীফা যারা তৎকালে আরব আজমের বিভিন্ন মূলকে ছড়িয়ে পড়েছিলেন দ্বীনের দাওয়াত দেয়ার জন্য। উনারা গাফিল ও অলস জাতিকে জাগ্রত করেছেন। দ্বীন ইসলাম উনর মাঝে পুঞ্জীভূত বিদয়া, বেশরাকে বিদূরীত করে তারা হক্ব-মত পথকে নতুন করে সঞ্জীবিত করেছেন। মানুষকে দ্বীনের সহীহ্ বুঝ দিতে গিয়ে উনারা যারপর নেই কষ্ট ও তাক্লীফ বরদাশ্ত করেছেনপরবর্তীতে উনারই খলীফা ও অনুসারী হযরত শাহ্ নূর মুহম্মদ নিযামপূরী রহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল ইরশাদ সূফী ফতেহ আলী বর্ধমানী রহমাতুল্লাহি আলাইহি, হযরত ইকরামুল হক মুর্শিদাবাদী রহমাতুল্লাহি আলাইহি, মুহিয়্যূস্সুন্নাহ্, মুজাদ্দিদুয্যামান, হযরত আবূ বকর সিদ্দীকী ফুরফুরাবী রহমাতুল্লাহি আলাইহি, হাফিযুল হাদীস আল্লামা রুহুল আমীন বশিরহাটি রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা নেছারুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি, হযরত আল্লামা সূফী তোজাম্মেল হোসেন রহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল হাই সিদ্দীকী ফুরফুরাবী রহমাতুল্লাহি আলাইহি, হযরত নাজমুস সাদাত সিদ্দীকী ফুরফুরাবী রহমাতুল্লাহি আলাইহি, হযরত শায়খ বোরহানুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি, হযরত সূফী সদরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি, ঢাকা আলীয়া মাদ্রাসার মুফাস্সির হযরত শাইখুল আল্লাম, হযরত মাওলানা ওয়াজিহুল্লাহ্ নানুপুরী রহমাতুল্লাহি আলাইহিউনার একমাত্র সুযোগ্য ও প্রধান খলীফা পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ, ইমামুল আইম্মা, মুহিয়্যূস্সুন্নাহ্, কুতুবুল আলম, মুজাদ্দিদুয্যামান, ঢাকা, রাজারবাগ শরীফ উনার হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী উনার রুহানী ফয়েজ, উনার কলমী জিহাদ, লিখনী, ওয়াজ-নসিহত দ্বারা উম্মতে মুহম্মদী আজ যে ফায়দা ও উপকার পাচ্ছে তা-কি রেযাখানীদের দ্বারা পাচ্ছে?
         

বর্তমানে একমাত্র রাজারবাগ শরীফের হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী  দ্বীনের যে হাক্বীকী দাওয়াত ও তাজদীদের ডাক দিচ্ছেন, তাতে বিদ্য়াতী, দুনিয়াদার আলেম ও সরকার পোষ্য বেতনভোগী মাওলানাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে।  হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর মাধ্যমে দ্বীনের ডাক আজ বাংলার আনাচে-কানাচে, গ্রামে-গঞ্জে, শহরে এমনকি বহিঃ বিশ্বের বিভিন্ন মহাদেশে বিদ্যুতের ন্যায় ছড়িয়ে যাচ্ছে। এটা তো এমন যেমন মেঘে ঢাকা কুয়াশাচ্ছন্ন আকাশ থেকে একটা দীর্ঘ সময় অতিক্রান্ত  হবার পর আবার সূর্য তার  আলো ছড়িয়ে দেয়ার জন্য পূর্ব আকাশে উদিত হয়েছে। রেযা খান ও তার অনুসারীদের মতে তারাও ওহাবী ও কাফিরদের মধ্যে গণ্য। কেননা সে বলেছে, উনাকে যারা ওহাবী বা কাফির না জানবে তারাও কাফির। (নাউযুবিল্লাহ্)

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.