Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

রেযাখানীদের পত্রিকানুযায়ী তাদের গুরু ছাবের শা আওলাদে রসূল নয় বরং প্রতারক ও ধোঁকাবাজ


চট্টগ্রাম থেকে প্রকাশিত রেযাখানীদের পত্রিকা তরজুমানের শাবান ১৪৩৫ হিজরী সংখ্যায় লেখা হয়েছে, “যার আক্বীদা ও আমল বিশুদ্ধ নয়, তাকে আওলাদে রাসূল দাবী করা প্রতারণা ও ধোঁকা দেয়ার নামান্তর।”
অথচ রেযাখানীরা যাকে পীর মানে, সেই সাবির শাহের (তাহের শাহের ভাই ও তৈয়ব শাহের ছেলে) দাড়ি জামাতি-ওহাবীদের মতো মিলিটারী ছাটমার্কা। ফরয একমুষ্ঠি দাড়ি সে রাখেনি। উপরন্তু সে পর্দার এতোটুকু গুরুত্ব দেয় না। পাকিস্তানে সে নওয়াজ শরীফের সাপোর্টার হিসেবে রাজনীতি করে এবং রাজনৈতিক সভা সমাবেশে মহিলাদের মধ্যে ঢুকে গিয়ে বসে থাকে।


এই লোককেই আওলাদে রসূল বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে রেযাখানীরা ।
অর্থাৎ রেযাখানীদের কথানুযায়ী তারা নিজেরাই ভণ্ড, প্রতারক ও ধোঁকাবাজ। তাদেরকে আমার কাছে জামাতিদের তুলনায় ভালোকিছু বলে মনে হয়না, যারা কামারুজ্জামানের ছেলে ওয়ামীর গালে বিদেশিনীর চুম্বনদৃশ্যের পরও তাদের নেতার পরিবারকে ইসলামী আন্দোলনের ‘সিপাহসালার’ বলে জ্ঞান করে। মুসলিম সমাজকে কলুষমুক্ত করতে এসব আবর্জনা টাইপ গোষ্ঠীগুলোকে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেয়া উচিত। এদেরকে এতোদিন প্রশ্রয় দেয়া হয়েছে বলেই তারা আজ ফণা তুলে ছোবল মারছে।


No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.