পবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা পবিত্র জান্নাত উনার বৃক্ষের ন্যায়; উনাদের একটি শাখা হচ্ছেন- পবিত্র দ্বীন-ইসলাম। সুবহানাল্লাহ।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
عَنْ
حَضْرَتْ جَرِيْرِ بْنِ عَبْدِ اللهِ الْبَجَلِىِّ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ قَالَ
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَا وَاَهْلُ بَيْتِـىْ شَجَرَةٌ
فِى الْـجَنَّةِ وَاَغْصَانُـهَا فِى الدِّيْنِ فَمَنْ تَـمَسَّكَ دِيْنًا اِتَّـخَذَ
رَبَّه سَبِيْلًا
অর্থ: হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল
বাযালী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- আমি এবং আমার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস
সালাম উনারা হলাম পবিত্র জান্নাত উনার মধ্য থেকে একটি বৃক্ষের ন্যায়। পবিত্র দ্বীন
ইসলাম হচ্ছেন উনাদের মধ্য থেকে একটি শাখা। যে ব্যক্তি পবিত্রতম দ্বীন উনাকে দৃঢ়ভাবে
আঁকড়িয়ে ধরবে, সেই ব্যক্তি ই মহান আল্লাহ পাক উনাকে
পাওয়ার সঠিক পথই পেয়ে যাবে অর্থাৎ সে ব্যক্তি মূলত মহান আল্লাহ পাক উনাকেই পেয়ে যাবে।
সুবহানাল্লাহ! (তাফসীরে রূহুল বয়ান ৮/২৩৯, তাফসীরে হাক্কী ১৩/৭৯, তাফসীরে কবীর, তাফসীরে কুরতুবী ১৬/২৩, তাখরীজু আহাদীছিল কাশ্শাফ, নুযহাতুল মাজালিস)
No comments