Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

কারবালার ঘটনার জন্য ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (৩)



-------------------------------------------------------------------------

ইয়াযিদ যে লা’নতের যোগ্য কাট্টা কাফির সে বিষয়ে পরিষ্কার হাদীছ শরীফে বর্ণিত আছে। হাদীছ শরীফের বিখ্যাত গ্রন্থ “মুসনাদে আবু ইয়ালা” শরীফে এ বিষয়ে পরিষ্কার হাদীছ শরীফ বর্ণিত আছে।
عَنْ أَبِي عُبَيْدَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لاَ يَزَالُ أَمْرُ أُمَّتِي قَائِمًا بِالْقِسْطِ حَتَّى يَكُونَ أَوَّلَ مَنْ يَثْلِمُهُ رَجُلٌ مِنْ بَنِي أُمَيَّةَ يُقَالُ لَهُ : يَزِيدُ
অর্থ: আমার উম্মত ততদিন পর্যন্ত ভালো থাকবে যতদিন পর্যন্ত বনু উমাইয়া গোত্রের ‘ইয়াযিদ’ নামক এক লোক তা ধ্বংস করে দিবে। (মুসনাদে আবি ইয়ালা ২য় খন্ড ১৭৬ পৃষ্ঠা; হাদীছ নং ৮৭১)

এ হাদীছ শরীফ থেকে প্রমাণ হলো দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্যই ইয়াযিদের আর্বিভাব হবে। সূতরাং ইয়াযিদের প্রতি লা’নত করার দলীল এখান থেকেই পাওয়া যায়।

উপরোক্ত হাদীছ শরীফখানা উল্লেখ আছে,
(সাওয়ায়িকুল মুহাররিকা ২/৬৩২, ফয়দ্বুল ক্বাদীর শরহে জামিউছ ছগীর ৩/১২২, মাজমাউয যাওয়ায়িদ ৫/২৯২, জামিউছ ছগীর মিন হাদীছি বাশির ওয়ান নাজির ১/২৪৪, মুসনাদুল হারীছ ২/৬৪২: ৬১৬, জামেউ জাওয়ামে ১৮৬৯, সিয়ারু আলাম নুবালা ৭/৩৯, লিসানুল মিজান ৮/৫০৭, খাছায়েছুল কুবরা ২/২১০, সুবলুল হুদা ওয়ার রাশাদ ১০/৮৯, বিদায়া ওয়ান নিহায়া ৮/২৫৩, তারিখুল ইসলাম লি ইমাম যাহাবী ৩/১৮০, তারিখুল খুলাফা ১/১৮২, মুখতাছারু তারিখু দিমাষ্ক ৮/২৩৮)

হাদীছ শরীফের সনদ সহীহ। উক্ত হাদীছ শরীফ থেকে ইয়াযিদের কুফরী বিষয়ে ভবিষ্যৎবানী পাওয়া গেলো। (চলবে.......)

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.