Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় নসবনামহ মুবারক

No photo description available.


উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় নসবনামাহ মুবারক পিতা উনার দিক থেকে-
صَفِيَّةُ بِنْتُ حُيَىِّ بْنِ اَخْطَبَ بْنِ سَعْيَةَ بْنِ ثَعْلَبَةَ بْنِ عُبَيْدِ بْنِ كَعْبِ بْنِ الْـخَزْرَجِ بْنِ اَبِى الْـحَبِيْبِ بْنِ النَّضِيْرِ بْنِ النَّحَّامِ بْنِ نَاخُوْمِ بْنِ الْـخَزْرَجِ بْنِ الصَّرِيْحِ بْنِ التَّوْمَانِ بْنِ السِّبْطِ بْنِ الْيَسَع بْنِ سَعْدِ بْنِ لَاوِىِّ بْنِ خَيْرِ بْنِ النَّجَّامِ بْنِ تَنْحُوْمَ بْنِ عَازِرِ بْنِ عَيْزَر بْنِ هَارُوْنَ بْنِ عِمْرَانَ بْنِ قَاهَاتِ بْنِ لَاوِىِّ بْنِ يَعْقُوْبَ بْنِ اِسْحَاقَ بْنِ اِبْرَاهِيْمَ عَلَيْهِمُ السَّلَامُ
১. اُمُّ الْمُؤْمِنِيْنَ الْعَاشِرَةُ سَيِّدَتُناَ حَضْرَتْ صَفِيَّةُ عَلَيْهَا السَّلَامُ উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছফিয়্যাহ আলাইহাস সালাম।
২. حُيَـىّ হুইয়াই।
৩. اَخْطَبُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত আখ্ত্বব আলাইহিস সালাম।
৪. سَعْيَةُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত সা’ইয়াহ্ আলাইহিস সালাম।
৫. سَيِّـدُنَـا حَضْرَتْ ثَعْلَبَةُ عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত ছা’লাবাহ আলাইহিস সালাম।
৬. عُبَيْدٌ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত ‘উবাইদ্ আলাইহিস সালাম।
৭. كَعْبٌ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত কা’ব আলাইহিস সালাম।
৮. اَلْـخَزْرَجُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত খয্রায আলাইহিস সালাম।
৯. اَبُو الْـحَبِيْبِ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত আবূ হাবীব আলাইহিস সালাম।
১০. اَلنَّضِيْـرُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত নাযীর আলাইহিস সালাম।
১১. اَلنَّحَّامُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত নাহ্হাম আলাইহিস সালাম।
১২. نَاخُوْم عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত নাখূম আলাইহিস সালাম।
১৩. اَلْـخَزْرَجُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত খয্রায আলাইহিস সালাম।
১৪. اَلصَّرِيْحُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত ছরীহ্ আলাইহিস সালাম।
১৫. اَلتَّوْمَانُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত তাওমান আলাইহিস সালাম।
১৬. عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ اَلسِّبْطُ সাইয়্যিদুনা হযরত সিব্ত্ব আলাইহিস সালাম।
১৭. اَلْيَسَعُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত আল ইয়াসা’ আলাইহিস সালাম।
১৮. سَيِّـدُنَـا حَضْرَتْ سَعْدٌ عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত সা’দ আলাইহিস সালাম।
১৯. سَيِّـدُنَـا حَضْرَتْ لَاوِىٌّ عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত লাওই আলাইহিস সালাম।
২০. خَيْرٌ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত খইর আলাইহিস সালাম।
২১. اَلنَّجَّامُ عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত নাজ্জাম আলাইহিস সালাম।
২২. تَنْحُوْم عَلَيْهِ السَّلَامُ سَيِّـدُنَـا حَضْرَتْ সাইয়্যিদুনা হযরত তানহূম আলাইহিস সালাম।
২৩. سَيِّـدُنَـا حَضْرَتْ عَازِرٌ عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত ‘আযির আলাইহিস সালাম।
২৪. سَيِّـدُنَـا حَضْرَتْ عَيْزَر عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত ‘আইযার আলাইহিস সালাম।
২৫. سَيِّـدُنَـا حَضْرَتْ هَارُوْن عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত হারূন আলাইহিস সালাম।
২৬. سَيِّـدُنَـا حَضْرَتْ عِمْرَانُ عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত ‘ইমরান আলাইহিস সালাম।
২৭. سَيِّـدُنَـا حَضْرَتْ قَاهَات عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত ক্বহাত আলাইহিস সালাম।
২৮. سَيِّـدُنَـا حَضْرَتْ لَاوِىّ عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত লাওই আলাইহিস সালাম।
২৯. سَيِّـدُنَـا حَضْرَتْ يَعْقُوْبُ عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত ইয়া’কূব আলাইহিস সালাম।
৩০. سَيِّـدُنَـا حَضْرَتْ اِسْحَاقُ عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত ইসহাক্ব আলাইহিস সালাম।
৩১. سَيِّـدُنَـا حَضْرَتْ اِبْرَاهِيْمُ عَلَيْهِ السَّلَامُ সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম।

মাতা উনার দিক থেকে-
أمها برة بنت سَمَوْأَل من بَنِىْ قُرَيْظَة وهي أخت الصحابى رفاعة بن سموال.
অর্থ: “উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার মাতা বাররাহ বিনতে সামাওয়াল। তিনি ছিলেন বনী কুরাইযাহ গোত্রের এবং বিশিষ্ট ছাহাবী হযরত রিফা‘আহ ইবনে সামাওয়াল রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার আপন বোন।” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ)
অর্থাৎ বিশিষ্ট ছাহাবী হযরত রিফা‘আহ ইবনে সামাওয়াল রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি ছিলেন উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত মামা। সুবহানাল্লাহ!
সুতরাং উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম তিনি ছিলেন পিতার দিক থেকে বনু নযীর গোত্রের এবং মাতার দিক থেকে বনু কুরাইযাহ গোত্রের। সুবহানাল্লাহ!
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার পিতা হুইয়াই এবং মহাসম্মানিত দাদা সাইয়্যিদুনা হযরত আখ্ত্বব আলাইহিস সালাম উনারা উভয়ই ছিলেন ইহুদী জাতির মধ্যে সবেচেয়ে সম্ভ্রান্ত, অনুসরণীয় এবং সকলের সাইয়্যিদ বা সর্দার। এ কারণে বনী ইসরাঈলের সকল আরবীয় গোত্রের মধ্যে উনাকে বিশেষ মর্যাদা দেয়া হতো। উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার পিতা হুইয়াইকে অসীম সম্মান করা হতো। জাতির সব লোক বীনা দ্বিধায় হুইয়াইর নেতৃত্ব-কর্তৃত্ব মেনে নিয়েছিলো। আর উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার মাতা বাররাহ ছিলো সামওয়াল আলাইহিস সালাম উনার মেয়ে। সাইয়্যিদুনা হযরত সামাওয়াল আলাইহিস সালাম তিনি শান-মান, মর্যাদা, গৌরব, শ্রেষ্ঠত্ব ও বীরত্বের জন্য গোটা জাযীরাতুল আরবে বিখ্যাত ছিলেন। মূল কথা হলো, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত বংশধারা মুবারক এক বিশেষ খুছূছিয়াত মুবারক উনার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ!
হযরত ইমাম জাহিয রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘কিতাবুল মাওয়ালী শরীফ’ উনার মধ্যে বলেন,
وقد ولد صفية بنت حيي مائة نبيّ ومائة ملك ثم سيرها الله تعالى أمة لنبيه صلى الله عليه وسلم.
অর্থ: “উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত পূর্বপুরুষ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে ১০০ জন ছিলেন সম্মানিত নবী আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত এবং ১০০ জন ছিলেন বাদশাহ। তারপর যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত মাহবূব হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত হিসেবে তথা উম্মাহাতুল মু’মিনীন হিসেবে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনাকে মনোনীত করেছেন।” সুবহানাল্লাহ! (কিতাবুল মাওয়ালী, সুবুলুল হুদা ওয়ার রশাদ শরীফ, ‘উমদাতুল ক্বারী শরহু ছহীহিল বুখারী লিল‘আইনী, ইরশাদুস সারী লিশরহি ছহীহিল বুখারী লিলকুস্ত¡লানী, শরহুয যারক্বানী ‘আলাল মাওয়াহিব, নিহায়াতুল ঈজায ফী সীরতি সাকিনিল হিজায ইত্যাদী)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনাকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করেন,
أَلا قُلْتِ لَهُنَّ كَيْفَ تَكُنَّ خَيْرًا مِنِّي وَأَبِي هَارُونُ وَعَمِّي مُوسَى وَزَوْجِي مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “আপনি উনাদেরকে কেন বললেন না যে, আপনারা কিভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হবেন? আমার সম্মানিত পিতা (পূর্বপুরুষ) হচ্ছেন সাইয়্যিদুনা হযরত হারূন আলাইহিস সালাম তিনি, আমার সম্মানিত চাচা (পূর্বপুরুষ) হচ্ছেন সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি এবং আমার মহাসম্মানিত যাওজুম মুকাররম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।” সুবহানাল্লাহ! (আল ইস্তি‘য়াব ৪/১৮৭১)
অপর বর্ণনায় রয়েছে,
وَاللهِ إِنَّكِ لَابْنَةُ نَبِيٍّ وَإِنَّ عَمَّكِ لنَبِيُّ وَإِنَّكِ لَتَحْتَ نَبِيٍّ فِيمَ تَفْخَرُ عَلَيْكِ
অর্থ: “যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার কসম! নিশ্চয়ই আপনার সম্মানিত পূর্বপুরুষ (সাইয়্যিদুনা হযরত হারূন আলাইহিস সালাম তিনি ছিলেন) একজন সম্মানিত নবী আলাইহিস সালাম এবং আপনার সম্মানিত চাচা (পূর্বপুরুষ সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম) তিনিও ছিলেন একজন সম্মানিত নবী আলাইহিস সালাম। আর নিশ্চয়ই আপনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক অধীনে রয়েছেন। অর্থাৎ আপনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের অন্তর্ভুক্ত। তাহলে অন্য কেউ কি নিয়ে আপনার সাথে ফখর করবেন? সুবহানাল্লাহ! (মুসনাদে ইসহাক্ব ৪/২৬১)


No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.