Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

যারা হালাল-হারামকে পরিবর্তন করে তারা কখনোই হিদায়েত লাভ করবে না

No photo description available.


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার পবিত্র সূরা আলে ইমরান শরীফ উনার ৮৬, ৮৭ ও  ৮৮নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

كَيْفَ يَهْدِي اللّهُ قَوْمًا كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُواْ أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءهُمُ الْبَيِّنَاتُ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ. أُوْلَـئِكَ 
جَزَآؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللّهِ وَالْمَلآئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ. خَالِدِينَ فِيهَا لاَ يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلاَ هُمْ يُنظَرُونَ.

অর্থ: “খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি কি করে ঐ সম্প্রদায়কে হিদায়েত দান করবেন, যারা ঈমান আনার পর কুফরী করে? অর্থাৎ হারামকে হালাল এবং হালালকে হারাম করে পবিত্র দ্বীন ইসলাম উনাকে বাদ দিয়ে বেদ্বীন বদদ্বীনদের নিয়মনীতি পছন্দ ও অনুসরণ করে এবং তা পবিত্র দ্বীন ইসলাম উনার সাথে মিশ্রিত করে। অথচ তারা সাক্ষ্য দিয়েছে যে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হক্ব বা সত্য এবং তাদের নিকট পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দলীল প্রমাণ এসেছে। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি যালিম সম্প্রদায়কে হিদায়েত দান করেন না। ঐ সমস্ত লোকদের শাস্তি হলো, তাদের প্রতি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের এবং সমস্ত মানুষের লা’নত। অন্তকাল ধরে তারা সেই লা’নতের মধ্যে থাকবে। তাদের উপর শাস্তি লাঘব করা হবে না। তাদেরকে অবসরও দেয়া হবে না।”
যদি তাই হয়ে থাকে, তাহলে যারা মুসলমান দাবি করে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদেরকে সত্য জানার পরও উনাদের হুকুম আহকাম সমূহকে অস্বীকার করে ছবি তুলবে, আঁকবে, রাখবে, গান-বাদ্য করবে, শুনবে, গণতন্ত্র করবে, হরতাল, লংমার্চ করবে, ভোট চাইবে, দিবে, টিভি-সিনেমা, ডিশ ইত্যাদি দেখবে, বেপর্দা হবে, খেলাধুলা করবে, দেখবে, আনন্দ প্রকাশ করবে, তাহলে তারা কিভাবে হিদায়েত পেতে পারে? প্রকৃতপক্ষে তারা হলো লা’নত প্রাপ্ত, বিভ্রান্ত ও গযবপ্রাপ্ত।



No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.