মসজিদ নির্মাণের ফযীলতঃ
মসজিদ আল্লাহ পাক উনার ঘর।মসজিদে মুমিন মুসলমান মহান আল্লাহ পাক উনার ইবাদত করে থাকে।
আল্লাহ পাক বলেন,
وأن المساجد لله فلا تدعوا مع الله أحداً. (الجن:18)
এবং মসজিদ মূলত আল্লাহ পাক উনার। সুতরাং আল্লাহ পাক উনার সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। [ পবিত্র সূরা জ্বিন : আয়াত শরীফ ১৮]
হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
ما اجتمع قوم في بيت من بيوت الله…. (رواه مسلم : 4867)
কোন সম্প্রদায় যখন আল্লাহ পাক উনার ঘরে একত্রিত হয় (মুসলিম শরীফ:হাদীস নং ৪৮৬৭)
মসজিদ পৃথিবীতে সর্বোত্তম জায়গা এবং আল্লাহ তাআলা উনার সবচেয়ে প্রিয় স্থানঃ
নূরে মুজাসসাম , হাবীবুল্লাহ , হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها (رواه مسلم :1076)
আল্লাহ পাক উনার নিকট সর্বোত্তম জায়গা মসজিদ, আর সবনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। [ মুসলিম শরীফ: হাদীস নং ১০৭৬ , মিশকাত শরীফঃ ৬৯৬ , সহীহ ইবনে হিব্বানঃ ১৬০০]
মসজিদ নির্মাণ করার ফযিলতঃ
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
অর্থঃ নি:সন্দেহে তারাইতো আল্লাহ পাক উনার মসজিদ আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ পাক ও আখেরাতের প্রতি এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকেই ভয় করে না। অতএব আশা করা যায়, তারা সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সূরা তাওবা শরীফঃ আয়াত শরীফ ১৮)
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ بَنَى اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ
যে আহ পাক উনার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য অনুরূপ একটি ঘর তৈরি করে দেবেন।(মুসলিম শরীফঃ ১০৭২,১০৭৩,নাসায়ী শরীফঃ ৬৮৯, তিরমিজি শরীফঃ ২৯২)
তাহলে কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হল যে মসজিদ নির্মাণের ফযীলত বেমেছাল। এজন্য আমাদের উচিত মসজিদ নির্মানের কোশেশ করা। আর যে মসজিদ্গুলো রয়েছে সেগুলোর হক্ব আদায় করা ও আবাদ করা , ইজ্জত , সম্মান রক্ষা করা। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহীহ সমঝ দান করুন। আমিন।
No comments