Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

পরিবেশ দুষন আর যানজট কি শুধু কুরবানীর সময়েই হয়ে থাকে ?

কুরবানী এর চিত্র ফলাফল
১. লোক সমাগমেউৎসব পার্বনে যানজট হবেই। দুর্গামূর্তিকে যারা বুড়ি গঙ্গায় নেবে তারাও যানজট লাগাবে। পূজামন্ডপ ঘিরেও যানজট লাগবে। সুতরাং মন্ডপের সংখ্যা বাড়িয়ে হাটের সংখ্যা কমানো কোন যুক্তিতে করা হচ্ছে ?
২. পহেলা বৈশাখে সারা বাংলাদেশের সবচেয়ে মুমূর্ষু রোগীদের পাঠানো স্থান ঢাকা মেডিকেলপিজি হাসপাতালে ও বারডেমসহ গুরুত্বপূর্ণ হাসপাতালে আগত সবগুলো রাস্তাই ব্যারিকেড দিয়ে আটকানো থাকেচর্তুদিকে থাকে হারাম বৈশাখপ্রেমী অজস্র মানুষের ভীড়সেখানে অ্যাম্বুলেন্স চলা তো দূরের কথাপিপড়াও হাটতে পারেনাতা নিয়ে মিডিয়া কেন প্রতিবেদন করেনা কেন এর বিরুদ্ধে বলেনা। কোরবানী পশুর হাটের বিরুদ্ধে অপপ্রচারকারী তখন কেন মুখে কুলুপ এটে থাকে তখন কি মানুষের দুর্ভোগ আর রোগীর কষ্ট হয়না ?
http://tinyurl.com/nurf5uf
৩. যুদ্ধাপরাদীদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থানের কারনে বারডেমপিজিঢাকা মেডিকেলের রোগীরা টানা ৬ দিন ধরে অবরুদ্ধ ছিল। ব্যস্ত হাসপাতালগুলোর পাশেসামনে অনবরত মাইক বাজানোর কারণে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। নিদারুণ কষ্ট স্বীকার করতে হচ্ছে একুশের বইমেলায় যাতায়াতকারী মানুষকেও। বিড়ম্বনায় পড়ছেন হোটেল রূপসী বাংলার দেশি-বিদেশি অতিথিরা।
http://tinyurl.com/py2wht7
৪. যখন রথযাত্রা হয় তখন পুরো ঢাকা শহর থমকে যায়। তখন কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়না কোন আদেশ জারী হয়না ?
৫. ঢাকা শহরের ভিতরে যত্র তত্র ময়লা আবর্জনা কি শুধু কোরবানীর সময়েই হয়ে থাকে সারাবছরে যে জনগন নাক মুখ চেপে রাস্তা দিয়ে হাটে তা কি কারনে ?
৬. ঢাকার আশে পাশের নদ নদি মৃত প্রায়। তা কি কুরবানীর কারনে ?
৭. হাজার হাজার কোটি টাকা খরছ করার পরেও হাতিরঝিল প্রকল্পে ময়লা আবর্জনা কি কুরবানির কারনে ?

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.