Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

কাফির-মুশরিকরা মুসলমান উনাদের সব চেয়ে বড় শত্রু। শত্রু কখনোই বন্ধু হতে পারে না।


কাফির-মুশরিকরা মুসলমান উনাদের সব চেয়ে বড় শত্রু। শত্রু কখনোই বন্ধু হতে পারে না।

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
لتجدن اشد الناس عدوة للذين امنوا اليهود والذين اشركوا
অর্থ: “ তোমরা ঈমানদারদের বড় শত্রু হিসেবে পাবে ইহুদী অতঃপর মুশরিকদেরকে।” অর্থাৎ খাছভাবে ইহুদী মুশরিকরা মুসলমানদের বড় শত্রু আর আমভাবে সমস্ত কাফিররাই মুসলমানদের শত্রু। তাহলে যারা মুসলমান উনাদের শত্রু তারা কি করে মুসলমান উনাদের বন্ধু হতে পারে? কস্মিনকালেও তারা বন্ধু হতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয়, আবহমান কাল ধরে কাফির-মুশরিকরা মুসলমানদেরকে শহীদ করেছে, যুলুম-নির্যাতন করেছে, করে আসতেছে। বর্তমানে ফিলিস্তিন আফগানিস্তান, আসাম, মায়ানমার সারাবিশ্বে কাফিররা মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করছে, যুলুম নির্যাতন করছে। নাউযুবিল্লাহ! যদিও কোথাও কোথাও কাফিররা মুসলমানদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করেছে, তবে তার মাঝে দুরভিসন্ধী ছিল। বন্ধু ভাব দেখিয়ে মুসলমানদের মাঝে ঢুকে আরো বেশি যুলুম অত্যাচারে মশগুল হয়েছে। নাউযুবিল্লাহ!
তাই মুসলমানদের উচিত কাফিরদেরকে ঘৃণা করা, তাদের সাথে বন্ধুত্ব না করা।
আর পাশাপাশি মুসলমান উনাদের জন্য ফরজে আইন হচ্ছে খালিছভাবে তওবা ইস্তেগফার করে কাফিরদের গোলামী ও পদলেহন থেকে ফিরে আসা। 

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.