ক্বায়িদুল মুরসালীন, সাক্বিয়ে কাওছার, দলীলে কা’বায়ে মাক্বছূদ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নতের গুরুত্ব ও পছন্দের কারণ
وما اتكم الرسول فخذوه وما نهكم عنه فانتهوا.
অর্থঃ- “আর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের জন্যে যা এনেছেন (সুন্নতসমূহ)
তা আঁকড়ে ধরো আর যা থেকে (বিদ্য়াত) নিষেধ করেছেন তা হতে বিরত থাকো।” (সূরা হাশর/৭)
হাদীস শরীফে ইরশাদ হয়েছে,
من احب سنتى فقد احبنى ومن احبنى كان معى فى الجنة.
অর্থঃ- “যে আমার সুন্নতকে মুহব্বত করলো সে মূলতঃ আমাকেই মুহব্বত করলো আর যে আমাকে
মুহব্বত করলো সে পরকালে জান্নাতে আমার সাথে থাকবে।”
সুন্নতই আমার পছন্দঃ হযরত খাজা মুহম্মদ আকেল রহমতুল্লাহি আলাইহি নামক একজন বুযূর্গ
সুন্নতের অনুসরণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করতেন। ইন্তিকালের কিছুক্ষণ আগে তিনি
স্বপ্নে দেখলেন, হযরত রসূলে পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলছেন,
‘তুমি
আমার সুন্নত তরীক্বা পূনরুজ্জীবিত করেছ,
সে
কারণে আমি তোমার প্রতি সন্তুষ্ট।” (তারীখে মাশায়িখে চিশ্তী)
অপছন্দের কারণঃ হযরত শাহ্ ওয়ালী উল্লাহ্ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি-এর
পিতা হযরত শাহ্ আব্দুর রহীম রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, লাহোরে দু’জন কামিল ব্যক্তি বসবাস করতেন। একজন
মস্ত বড় বিদ্বান তবে তামাক সেবন করতেন। অন্যজন আলিম নন তবে তাঁর কোন নেশার অভ্যাস ছিলোনা।
এক রাতে উভয় দরবেশই স্বপ্নে দেখলেন,
রসূলে
পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র দরবার শরীফে বসে আছেন। সেই দরবার শরীফে
সাধারণ দরবেশ শান্ত ও পরিতৃপ্ত অবস্থায় বসে রয়েছেন; কিন্তু আলিম ব্যক্তি স্থান পাচ্ছেন না। তার স্থান না পাওয়ার
কারণ জিজ্ঞেস করে জানা গেল যে, রসূলে পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তামাকের গন্ধ পছন্দ করতেন না তাই তাকে স্থান দেয়া হচ্ছে না। পরবর্তীতে
তিনি তওবা করলে আল্লাহ্ তায়ালা তাঁর তওবা কবুল করেন। এরপর অত্যন্ত মান-মর্যাদার সাথে
রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দরবার শরীফে তাঁকে বসে থাকতে দেখা গেল।
অতএব, প্রতিটি মুসলমান নর-নারীর
উচিত যাদের তামাক, বিড়ি-সিগারেট পানের
অভ্যাস আছে তা পরিত্যাগ করে তওবা করা এবং সুন্নতের পূঙ্খানুপূঙ্খ, সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুসরণের মাধ্যমে আখিরী রসূল, হাবীবুল্লাহ্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম-এর খাছ সন্তুষ্টি ও নৈকট্য হাছিলের কোশেশ করা। (আমীন)
____________________________________________________________________________________
১লা মাহে মুহররম শরীফ, ১৪৩৯ হিজরী
২৩ রবি’, ১৩৮৫ শামসি
২১ সেপ্টেম্বর ২০১৭ ঈসায়ী
ইয়াওমুল জুমুয়া (শুক্রবার)
২১ সেপ্টেম্বর ২০১৭ ঈসায়ী
ইয়াওমুল জুমুয়া (শুক্রবার)
No comments