Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

রেযাখানীদের নিজেদের তলোয়ারে নিজেদের গর্দান কর্তন ।




রেজাখানী গ্রুপের লোকদের কথা এবং কাজে কোন মিল নেই ২৪ ঘন্টা তারা যেই আমীরুলল মুমিনিন, কুতুবুল আলম, আওলাদে রসূল সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলবী রহমাতুল্লাহি আলাইহি উনার প্রতি বিদ্বেষ পোষন করে, গালি দেয়, ওহাবী বলে আবার সুযোগ সুবিধা মত উনার সিলসিলার ওলী আল্লাহ খলীফাদের প্রসংসায় পঞ্চমূখ হয় চট্টগ্রামের মাত্র কয়েক কিলোমিটার অধ্যুষিত এই হুক্কা বিড়ি সেবনকারী দলটির এমন রহস্যময় আচরন খুবই মুনাফিকি সুলভ
আজকে আমি আপনাদের খেদমতে এদের মুখোশ কিছুটা উন্মোচনের চেষ্টা করবো আপনারা অনেকেই নাম শুনেছেনদিওয়ানে আযীযকিতাবের এই কিতাবের লেখক হচ্ছে রেজবীদের অন্যতম গুরু আযীযুল হক, যাকে তারা শেরে বাংলা নামে অভিহিত করে থাকে আসুন উক্ত কিতাব থেকে এদের ভন্ডামীর মুখোশ উন্মোচন করে দেই
আযীযুল হক তার দিওয়ানে আযীযকিতাবের ১৮২ পৃষ্ঠায়সে লিখেছে- ” হযরত আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি এর সিলসিলা আখেরী রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর করুনা ফুয়ুজাত থেকে বঞ্চিতনাউযুবিল্লাহ !!
অথচ এই এই তথাকথিত শেরে বাংলা তার দিওয়ানে আযীয কিতাবের বহু স্থানে সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার সিলসিলার খলীফা , অনুসারীদের ভূয়সী প্রসংসা করেছে শুধুতাই নয়, উনাদের নামের পূর্বে কুতুবুল ইরশাদ, পীরে কামিল, গাউসে আযম, উচ্চ বেলায়েতধারী, শহর কুতুব ইত্যাদি লক্ববও উল্লেখ করেছে
আসুন তার কতিপয় প্রমান দেখা যাক-
আযীযুক হক তারদিওয়ানে আযীযকিতাবের ১৬০ পৃষ্ঠায় হযরত সুফী নূর মুহম্মদ নিজামপূরী রহমাতুল্লাহি আলাইহি উনার, “দিওয়ানে আযীয১৬৬ পৃষ্ঠায় রসূলে নোমা পীর হযরত সুফী ফতেহ আলী বর্ধমান রহমাতুল্লাহি আলাইহি উনার, “দিওয়ানে আযীযের১৩৫ পৃষ্ঠায় ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দীক ফুরফুরাবী রহমাতুল্লাহি আলাইহি উনার বেলায়েতের প্রসংসা করেছে
অথচ উপরোক্ত তিন জন বুযুর্গই চারটি তরীক্বার মধ্য দিয়েই হযরত সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার সাথে মিলিত হয়েছেন আর হযরত শাহ সুফী নূর মুহম্মদ নিজামপুরী রহমাতুল্লাহি আলাইহি তো সরাসরি হযরত আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার অন্যতম খলীফা
এরপরদিওয়ানে আযীযের৮৫ পৃষ্ঠায় হযরত মাওলানা আব্দুল মজীদ রহমাতুল্লাহি আলাইহি , “দিওয়ানে আযীযের৭৩ পৃষ্ঠায় নরিন্দা মুশুরীখোলার পীর ছাহেব হযরত সূফী আহসানউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এবংদিওয়ানে আযীযের৬৫ পৃষ্ঠায় হাফিজ বজলুর রহমান বেতাগী রহমাতুল্লাহি আলাইহি উনার উচ্চ প্রসংসা করেছে
অথচ মাওলানা আব্দুল মজীদ রহমাতুল্লাহি আলাইহি তাঁর পীর ছাহেব হযরত সূফী ফতেহ আলী বর্ধমানী রহমাতুল্লাহি আলাইহি এর দুই সিঁড়ি পরই আমীরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী উনার সাথে মিলিত হয়েছেন আর নরিন্দার মুশুরিখোলার পীর ছাহেব হচ্ছেন, হযরত শাহ গুলজার রহমাতুল্লাহি আলাইহি এবং উনার পীর ছাহেব হচ্ছেন শহীদে আযম, আমীরুল মুমিনিন, আওলাদে রসূল সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি আর হাফিজ বজলুর রহমান বেতাগী রহমাতুল্লাহি আলাইহি উনার পীর ছাহেব হচ্ছেন নারিন্দার মুশুরীখোলার সূফী হযরত আহসানউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি
কি পাঠক হিসাব নিকাশ বুঝতেছেনতো ? পড়তে থাকুন সামনে আরো মজা অপেক্ষা করতেছে
দিওয়ানে আযীযের৩৯ পৃষ্ঠায় গাউসুল আজম হযরত মাওলানা আহমদ উল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি , “দিওয়ানে আযীযের৬৬ পৃষ্ঠায় আল্লামা হযরত দোস্ত মুহম্মদ রহমাতুল্লাহি আলাইহি উনার বেলায়েতের প্রসংসা করা হয়েছে
অথচ গাউছুল আযম মাওলানা আহমদ উল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি কাদেরীয়া তরীক্বার নেছবত হযরত মাওলানা সালেহ লাহোরী রহমাতুল্লাহি আলাইহি থেকে এবং নকবন্দীয়া তরীক্বার নিসবত হযরত সূফী নূর মুহম্মদ নিজামপুরী রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট থেকে হাছিল করেন যিনি হচ্ছেন সাইয়্যিদুনা আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি উনার অন্যতম খলীফা
অপরদিকে আল্লামা দোস্ত মুহম্মদ রহমাতুল্লাহি আলাইহি উনার পীর ছাহেব হচ্ছেন ছারছীনার বিখ্যাত কামিল পীর কুতুবুল আলম হযরত নেছারউদ্দীন রহমাতুল্লাহি আলাইহি যিনি চারটি তরীক্বায় চতুর্থ সিঁড়িতে গিয়ে হযরত আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার সাথে মিলিত হয়েছেন সুবহানাল্লাহ্ !!!
এখানেই শেষ নয় পাঠক !! বিনোদনের আরো বাকি আছে
এরপর আযীযুল হকদিওয়ানে আযীযের৫১ পৃষ্ঠায় হযরত মাওলানা ইকামুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি , ৫৩ পৃষ্ঠায় হযরত মাওলানা নজীর আহমদ রহমাতুল্লাহি আলাইহি , ৫৫ পৃষ্ঠায় আল্লামা আব্দুল হাকিম রহমাতুল্লাহি আলাইহি উনার বেলায়েতের প্রসংসা করেছে
অথচ এই তিন বুযুর্গই হচ্ছেন আজমগড়ী সিলসিলার সবচেয়ে মশহুর ওলী হযরত হাফিয হামিদ হাসান আলভী আজমগড়ী রহমাতুল্লাহি আলাইহি উনার খলীফার অন্তর্ভুক্ত আর হাফিয হামিদ হাসান আলভী আজমগড়ী রহমাতুল্লাহি আলাইহি ছয় তবকায় শুধু নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া তরীক্বার দিক দিয়ে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী উনার সাথে মিলিত হয়েছেন
এরপর সেদিওয়ানে আযীযের৪৭ পৃষ্ঠায় বিশিষ্ট সূফী হযরত আব্দুল হামীদ রহমাতুল্লাহি আলাইহি , ৬৯ পৃষ্ঠায় হযরত মাওলানা আব্দুল লতীফ রহমাতুল্লাহি আলাইহি এর নাম উল্লেখ করেছে অথচ এই দুজন বুজুর্গও মুজাহিদে আযম হযরত সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার সিলসিলা ভুক্ত সুবহানাল্লাহ্ !!
এতদ্বভিন্ন আরো সূফীদের মধ্যে সূফী আহসানুজ্জামান রহমাতুল্লাহি আলাইহি , সূফী নূরুল হক্ব রহমাতুল্লাহি আলাইহি , সূফী সাইয়্যিদ শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি , গারাঙ্গীয়া সিলসিলার সূফী আব্দুল মজিদ রহমাতুল্লাহি আলাইহি , হযরত মাওলানা মুফতী মোজাফফর আহমদ রহমাতুল্লাহি আলাইহি , কাজী সিরাজুল মুস্তফা রহমাতুল্লাহি আলাইহি , মাওলানা জাফর আহমদ বদরী রহমাতুল্লাহি আলাইহি , মাওলানা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহি আলাইহি , হযরত মাওলানা মুহম্মদ রহমাতুল্লাহি আলাইহি এবং আরো বহু বুজুর্গানে দ্বীন রয়েছেন যারা ভিন্ন ভিন্ন তরীক্বার মধ্যস্থতায় ফুরফুরা শরীফে পীর ছাহেব হযরত আবু বকর সিদ্দীক ফুরফুরাবী রহমাতুল্লাহি আলাইহি আমীরুল মুমিনিন সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে মিলিত হয়েছে
এদের কারো কারো মাযার শরীফে গিয়ে সুন্নী নামধারী এই তথাকথিত শেরে বাংলা আযীযুল হক সরাসরি ফাতেহা পর্যন্ত পাঠ করেছে এবং বহু বুজুর্গ থেকে রূহানী ফয়দা হাসিল করার চেষ্টা করেছে
আল্লামা হাফিয মুনিরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রাম জেলার একজন বিশিষ্ট মশহুর ওলী তাঁর সিলসিলার বহু ভক্ত মুরীদ চট্টগ্রাম রয়েছে এই আযীযুল হকদিওয়ানে আযীযেহাফিয মুনিরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি এর বেলায়েতের উচ্চ প্রসংসা করেছে, তাঁকে কুতুবুল ইরশাদ বলে সম্মোধন করেছে, এবং চট্টগ্রাম হালিশহরে তাঁর মাযার শরীফে একটি অভিনন্দন পত্র বা তাহনিয়ত নামা আয়নায় বাঁধিয়ে ঝুলিয়ে দিয়েছে যার মধ্যে তাঁর বহু প্রসংসিত পংক্তি রয়েছে তন্মধ্যে কয়েকটি পংক্তি এই যে , ” আমাদের সে হাফিয মুনিরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি উনার প্রসংসা আমি কি করবো ? তাঁর প্রসংসা করার মত ক্ষমতা আমার আদৌ নেই যেহেতু নিঃসন্দেহে তিনি একজনশেখে ফয়ালএবং নিখুঁত ওলী আল্লাহগনের অন্তর্ভুক্ত তিনি বর্তমান জামানার কুতুবুল ইরশাদ নিশ্চয়ই তার মত কামিল পীর আমি পৃথিবীতে দেখি নাই সাইয়্যিদ হাফিয মুনিরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি এর প্রতি লক্ষ লক্ষ ধন্যবাদ মুবারকবাদ যেহেতু তিনি মুরুদানদের জন্য নিঃসন্দেহে পূর্নিমার উজ্জ্বল চন্দ্রের ন্যায় একজন কামিল পীর ছিলেন তিনি ঈমানদারদের জন্য মহা পরশ পাথর স্বরূপ ছিলেন আয় আল্লাহ পাক ! আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নামক শীর্ষস্থানীয় বেহেশত প্রদান করুন এবং আমার প্রর্থনা আল্লাহ পাকে হাবীব হযরত মুহম্মদ মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উসীলায় কবুল করুন
ভুলে নিমজ্জিত শেরে বাংলা আপনার পাক দরবারে এসেছে, তাই হে সত্যের দিশারী হাফিয মুনিরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি , আপনি আল্লাহ পাকের ওয়াস্তে আমাকে একটি কৃপা দৃষ্টি দান করুন”‘
উল্লেখ্য, এই হাফিয মুনিরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দেদীয়া তরীক্বায় হযরত সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার সাথে মিলিত হয়েছেন
আর এই শেরে বাংলা নামধারী আযীযুল হক মুনিরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি উনার মাযার শরীফে উপস্থিত হয়ে উনার রূহানী ফয়েজ এবং করুনা লাভের জন্য নিজেকে অধম এবং গুনাহগার পর্যন্ত ভেবেছে
এই হলো রেজাখানীদের শেরে বাংলার অবস্থা সারাদিন এরা যাঁকে গালাগালি করে, যাঁর সিলসিলাকে অভিশপ্ত বলে, সেই সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার সিলসিলার বুজুর্গদের প্রসংসায় মুখরিত হয় তাদের করুনা দয়া ভিক্ষা করে
অবশ্য এটাইতো স্বাভাবিক, কারন সাড়া দুনিয়ায়তো বেলায়েতের এবং হিদায়েতের সিলসিলাতো আমীরুল মুমিনিন সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি হতে বিস্তৃত তাই যেদিকেই চোখ দিক সেখানেই উনাদের বেলায়েতের নিদর্শনই দেখতে পাবে এটাই বাস্তবতা….!!
কিন্তু কথা হচ্ছে এই বুজুর্গানে দ্বীন যার প্রসংসায় মুখরিত আযীযুল হক তার দিওয়ানে আযীযের পৃষ্ঠা ভারি করে ফেলেছে সেই বুজুর্গদের সিলসিলার প্রধান আমীরুল মুমিনিন, সুলত্বানুল আরেফীন, কুতুবুল আলম, মুজাদ্দিদে জামান, আওলাদে রসূল সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার প্রতি বিদ্বেষ করে কোন মুখে কোন সাহসে ?
যার সিলসিলার ওলীদের কাছে ভিক্ষা চাইতে যায় তাঁরই বিরোধিতা করা কি চরম মুনাফিকি নয় ?
এই নির্লজ্জ বেশরম হুক্কা মৌলবীরা যে সুযোগ সন্ধানী এবং ছদ্মবেশী এজেন্ট এটা কিন্তু আকল সম্পন্ন মানুষ মাত্রই বুঝতে পারবে

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.