Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

সাইয়্যিদুল বাশার, মাশুক্বে মাওলা, ছাহিবে মি’রাজ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক উনাকে হাক্বীক্বীভাবে উত্তম ছূরতে দেখেছেন




عن ابن عباس رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رايت ربى عز وجل فى احسن صورة.
অর্থঃ- “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি আমার মহান রবকে উত্তম ছূরতে দেখেছি।” (মুসতাদরিকে হাকিম)        
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্ পাককে দেখেছেন, কিন্তু প্রশ্ন হতে পারে দুনিয়াতে আল্লাহ্ পাককে দেখা যায় কিনা? আর দেখা গেলে তা কি করে দেখা যায় সে প্রশ্নের উত্তরে বলতে হয় যে, দুনিয়াতে আল্লাহ্ পাককে দেখা যায়। যেমন হাদীসে জীব্রাঈলে বলা হয়েছে,
اخبرنى عن الاحسان قال ان تعبد الله كانك تراه.
হযরত জীব্রাঈল আলাইহিস্ সালাম ইহসান সম্পর্কে প্রশ্ন করলে জাওয়াবে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি এমনভাবে আল্লাহ্ পাক-এর ইবাদত কর যেন তুমি আল্লাহ্ পাককে দেখছ।”         অত্র হাদীস শরীফ দ্বারা একথা স্পষ্ট হয়ে যায় ইবাদতের মাধ্যমে আল্লাহ্ পাককে দেখা সম্ভব। যেটা আল্লাহ্ পাক-এর মেছালী ছূরত। যেমন আল্লাহ্ পাক-এর মেছালী ছূরত সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত হয়েছে,
رأيت نورا انى اراه.
 “হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি আল্লাহ্ পাককে নূর হিসেবে দেখেছি।”
عن ابى ذر رضى الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم هل رأيت ربك قال نورا انى اراه.
অর্থঃ- “হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন যে, আমি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলাম, আপনি কি আপনার রবকে দেখেছেন? “তখন তিনি বললেন যে, আমি আল্লাহ্ পাককে নূর হিসেবে দেখেছি।” (মুসলিম শরীফ)      
অন্য হাদীস শরীফে এসেছে,
رايت ربى عز وج فى صورة شاب امرد.
অর্থঃ- “আমি আল্লাহ্ পাককে দাঁড়ি-মোঁছবিহীন বালকের মত দেখতে পেয়েছি।”   এগুলো হচ্ছে, আল্লাহ্ পাক-এর মেছালী ছূরত। আল্লাহ্ পাককে মেছালী ছূরতে আউলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণও দেখতে পেয়েছেন। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে, আমি আল্লাহ্ পাককে একশত বার মেছালী ছূরতে দেখতে পেয়েছি। এমনিভাবে হযরত আবূ হানিফা রহমতুল্লাহি আলাইহি, গাউসুল আ’যম হযরত বড় পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি, হযরত খাজা মঈনুদ্দীন চিশ্তী রহমতুল্লাহি আলাইহি এবং বর্তমান যামানার মুজাদ্দিদ আওলাদে রসূল ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহবে ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আল্লাহ্ পাককে মেছালী ছুরতে অসংখ্য বার দেখতে পেয়েছেন। যার বর্ণনা তাঁদের কিতাবাদি এবং মাওয়ায়েজসমূহে রয়েছে।        
কাজেই বান্দা পৃথিবীতে আল্লাহ্ পাককে স্বপ্নে, কাশ্ফে , মুরাকাবায় এবং ইবাদতের মাধ্যমে দেখতে পাবে। তবে হাক্বীক্বী ছূরত দেখা সম্ভব নয়।          
এ প্রসঙ্গে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তাঁর মাকতুবাত শরীফে উল্লেখ করেন, “যদি কেউ আল্লাহ্ পাককে কোন অবস্থায় দেখে এবং তা আল্লাহ্ পাক-এর হাক্বীক্বী ছূরত বলে মনে করে তবে তা কুফরী হবে।”         
কিন্তু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি আমার মহান প্রভুকে দেখেছি। এখন প্রশ্ন হল তিনি কি আল্লাহ্ পাককে হাক্বীক্বী ছূরতে দেখেছেন? এ প্রসঙ্গে হাদীস শরীফে বলা হয়েছে,
عن عبد الرحمن بن عائش رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربى عز وجل فى احسن صورة.
قال فيم يختصم الملا الاعلى قلت انت اعلم قال فوضع كفه بين كتغى فوجدت بردهابين ثدى فعلمت مافى السموات والارض.
অর্থঃ- “হযরত আব্দুর রহমান ইবনে আইশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি আল্লাহ্ পাককে উত্তম ছূরতে দেখেছি। তখন আল্লাহ্ পাক আমাকে জিজ্ঞাসা করলেন, মালায়ে আলা ফেরেশ্তাগণ কি নিয়ে তর্ক করছেন। আমি বললাম, আপনি ভাল জানেন। তখন আল্লাহ্ পাক তাঁর কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝে রাখলেন। তখন আমি তাঁর শীতলতা অনুভব করলাম। আর আমাকে আসমান এবং জমিনের সবকিছুই অবগত করানো হলো।” (সুবহানাল্লাহ)
উপরোক্ত হাদীস শরীফ থেকে বুঝা যায় যে। স্বয়ং আল্লাহ্ পাকই তাঁর হাবীবকে দর্শন দিয়েছেন এবং কুদরতিভাবে আল্লাহ্ পাক-এর মুহব্বত-মারিফত দান করলেন এবং আসমান জমীনের সব কিছুই অবগত করালেন। তবে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত অন্য কোন নবী বা রসূল আলাইহিমুস্ সালামগণ আল্লাহ্ পাক-এর হাক্বীক্বী ছূরত মুবারক দেখতে পাননি। হযরত মুসা আলাইহিস্ সালাম যখন আল্লাহ্ পাককে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহ্ পাক হযরত মুসা আলাইহিস্ সালামকে জানিয়ে দিলেন যেلن ترانى  “হে মুসা আলাইহিস্ সালাম আপনি আমাকে দেখতে পাবেন না।”   
আর দুনিয়াতে আল্লাহ্ পাককে দেখা সম্ভব নয় বিধায় আল্লাহ্ পাক তাঁর হাবীব, পেয়ারা নবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দর্শন দেয়ার জন্য তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মি’রাজ রজনীতে বেহেশতি বাহনের মাধ্যমে তাঁর শাহী আরশে মোয়াল্লায় ডেকে নিয়ে গেলেন এবং সেখানে মহান আল্লাহ্ পাক-এর সাথে তাঁর হাবীবের সেই মহামিলন সংঘঠিত হল।          
আল্লাহ্ পাক-এর সাথে তাঁর হাবীবের দীদার লাভ সম্পর্কে ছহীহ্ আক্বীদা পোষণ করা এবং সেই মহান দীদার লাভের হিস্সা আল্লাহ্ পাক সবাইকে নছীব করুন। (আমীন)


No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.