ক্রস ফিতা যুক্ত খয়েরী রঙের চামড়ার জুতা পরা খাস সুন্নত। সুবহানাল্লাহ!
রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতিটি
নালাইন শরীফ/জুতা মুবারক ছিলো দুটি করে
ক্রস ফিতা যুক্ত। সুবহানাল্লাহ।
كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قِبَالانِ
অর্থঃ রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনার প্রতিটি নালাইন/ জুতা মুবারকে দুটি করে ফিতা ছিল।
দলিলঃ
বুখারী শরীফ , কিতাবুল লিবাস , হাদীছ নং-৫৪৩৯,
৫৪৪০(ইফাবা)
শামায়েলে তিরমিযী , হাদীছ নং-৫৯ ,৬০, ৬২
No comments