Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

নিয়ামতপ্রাপ্ত ও গযবপ্রাপ্তদের পরিচিতি:


মহান আল্লাহ পাক তিনি নিয়ামত প্রাপ্ত ও গযবপ্রাপ্তদের সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
اِهْدِنَا الصّرَ‌اطَ الْمُسْتَقِيْمَ صِرَ‌اطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ‌ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّالّيْنَ ◌ 
সরল অনুবাদ: “(হে মহান আল্লাহ পাক! আপনি) আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সে সকল মানুষের পথ, যাঁরা আপনার নিয়ামত (অনুগ্রহ) লাভ করেছেন। যে পথে আপনার গযবপ্রাপ্ত বা অভিশপ্ত লোকেরা চলেছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। আর তাদের পথেও নয় যারা গোমরাহ বা পথভ্রষ্ট।” (পবিত্র সূরা ফাতিহা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৬-৭)
সরল তাফসীর: দুনিয়াতে প্রধানতঃ দুই শ্রেণীর লোক রয়েছে।
১)      নিয়ামত বা অনুগ্রহ প্রাপ্ত ও 
২)      গযব বা অসন্তুষ্টি প্রাপ্ত।
সকল জিন-ইনসানকে তাদের পরিচয় জানা আবশ্যক। কেননা পরিচয় জানা না থাকলে নিয়ামত বা অনুগ্রহ লাভ করা যেমন সম্ভব হয় না। তেমনি গযবপ্রাপ্তদের পথে চললে হালাকী বা ধ্বংস অনিবার্য।
অবশ্য এই দুই শ্রেণীর মধ্যে আরো শ্রেণী বিন্যাস আছে। যাদের সকলের পরিচিতি জানা আবশ্যক। তাদের পরিচিতি না জানার কারণে মুসলমান তাদের আদর্শ-ঐতিহ্য হারিয়ে আজ গযবপ্রাপ্ত ও গোমরাহ বা বিভ্রান্তদের পথে চলে ধ্বংস হচ্ছে। মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রহমত, বরকত, সাকীনা, দয়া-দান, ইহসান মুবারক থেকে মাহরুম বা বঞ্চিত।
নিয়ামত তথা খাছ দয়া-দান, ইহসান  মুবারক প্রাপ্ত সম্প্রদায়:
নিয়ামত তথা খাছ দয়া-দান, ইহসান মুবারক প্রাপ্তগণ দু’ভাগে বিভক্ত।
(ক) হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম
(খ) হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম।
 হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সর্বোচ্চ মর্যাদা-মর্তবার তবকা বা স্তর হচ্ছেন ছিদ্দীক্ব তথা চরম সত্যবাদীগণ। উনাদের দ্বিতীয় তবকা বা স্তর হচ্ছেন শুহাদা বা শহীদগণ। আর তৃতীয় তবকা বা স্তর হচ্ছেন সলিহীন তথা নেককারগণ।
মহান আল্লাহ পাক তিনি এ প্রসঙ্গে ইরশাদ মুবারক করেন-
اَنْعَمَ اللهُ عَلَيْهِم مّنَ النَّبِيّيْنَ وَالصّدّيْقِيْنَ وَالشُّهَدَاءِ وَالصَّالِـحِيْنَ ۚ
অর্থ:মহান আল্লাহ পাক তিনি হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে, ছিদ্দীক্ব, শহীদ, সলিহীন রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে সর্বপ্রকার নিয়ামত বা অনুগ্রহ করেছেন।” (পবিত্র সূরা নিসা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৬৯)  
 আর মহান আল্লাহ পাক তিনি সেই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইহাও জানিয়ে দিয়েছেন যাঁরাই মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ইতায়াত বা অনুগত হবে তাকেই ওই সকল নিয়ামতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন। অর্থাৎ তারাও নিয়ামতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার ইরশাদ মুবারক- 
وَمَنْ يُّطِعِ اللهَ وَالرَّسُوْلَ فَاُولٰئِكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللهُ عَلَيْهِمْ
অর্থ:আর যে কেউ মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ইতায়াত বা অনুগত হবে, মহান আল্লাহ পাক তিনি তাকে তাদের সাথী করবেন যাদেরকে তিনি নিয়ামত মুবারক দান করেছেন।” (পবিত্র সূরা নিসা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৬৯)
কাজেই সকল মু’মিন মুসলমানের দায়িত্ব-কর্তব্য হচ্ছে নিয়ামতপ্রাপ্ত তথা হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম এবং হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের অনুসরণ-অনুকরণ করা, উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করা, উনাদের মুহব্বত করা, খিদমত মুবারকে আঞ্জাম দেয়া। 

গযবপ্রাপ্ত ও গোমরাহ বা বিভ্রান্ত দল:
ইহুদী, মজুসী, মুশরিক এরা গযব প্রাপ্ত। নাছারা, মুনাফিক মুসলমান এবং বাতিল বাহাত্তর ফিরক্বার এরা সবাই গোমরাহ বা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত। এককথায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত ব্যতীত ইয়াহুদী, নাছারা, মজুসী, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, জৈন, আহলে হাদীছ, আহলে কুরআন, লা-মাজহাবী, ওহাবী, জামায়াতী, রেযাখানী, তাবলিগী, এরা সবাই গযবপ্রাপ্ত ও গোমরাহ বা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصَارٰى اَوْلِيَاءَ ۘ بَعْضُهُمْ اَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَمَنْ يَّــتَوَلَّـهُم مّنْكُمْ فَاِنَّهُ مِنْهُمْ ۗ 

অর্থ: “হে ঈমানদারগণ! আপনারা ইহুদী ও নাছারাদেরকে বন্ধু বানাবেন না। তারা একে অপরের বন্ধু। আপনাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু বানাবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।” নাঊযুবিল্লাহ! (পবিত্র সূরা মায়িদা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫১)

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.