Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

যারা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অবমাননা করে, কটুক্তি করে তারা কাফির ও মুরতাদ।


এই শ্রেনীর লোকদের সর্ম্পকে মহান আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন,
অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে, ধরা হবে এবং প্রাণে বধ করা হবে। যারা পূর্বে অতীত হয়ে গেছে, তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি। আপনি আল্লাহর রীতিতে কখনও পরিবর্তন পাবেন না। (সূরা আহযাব-৬১-৬২)
আল্লামা জালালুদ্দীন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এ আয়াতের দ্বারা দলিল দিয়ে বলেন- যে ব্যক্তি ইসলাম বা কুরআনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে, অথবা হযরত রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যাপারে মন্দ কথা বলে ঐ ব্যক্তিকে হত্যা করা হবে। (মাহাসিনুত তাওয়ীল-৫/১৪২)
হাদীছ শরীফে বর্ণিত আছে,
من سب نبيًّا فاقتلوه
হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি নবীকে গালি দেয়, তাকে হত্যা কর।(জামেউল আহাদীস, হাদীস নং-২২৩৬৬, জমউল জাওয়ামে, হাদীস নং-৫০৯৭, দায়লামী, ৩/৫৪১, হাদীস নং-৫৬৮৮)
হযরত জাবের বিন আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু আনহু বলেন, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাব বিন আশরাফের ব্যাপারে কে আছো? কেননা সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়। তখন মুহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি চান আমি তাকে হত্যা করি? তিনি বললেন, হ্যাঁ। (সহীহ বুখারী, হাদীস নং-৩৮১১)
হযরত আনাস রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা বিজয়ের বছর মক্কায় প্রবেশ করেন,তখন হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাথায় ছিল শিরস্ত্রাণ। তিনি মাথা থেকে তা খুললেন। সেসময় একজন এসে বললেন যে, ইবনে খাতাল কাবার গিলাফ ধরে বসে আছে। রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-তাকে হত্যা কর। (সহীহ বুখারী, হাদীস নং-১৭৪৯)
ইবনে খাতালকে কেন কাবার গিলাফ ধরা অবস্থায়ও হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হত্যার নির্দেশ দিলেন? আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বুখারীর ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারীতে বিস্তারিত ঘটনা উল্লেখ করে বলেন যে, লোকটি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে গালাগাল করত। নাউযুবিল্লাহ (ফাতহুল বারী-২/২৪৮)
হযরত বারা ইবনে আজেব রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা আব্দুল্লাহ বিন আতিক রদ্বিয়াল্লাহু আনহু কে আমীর বানিয়ে আবু রাফে ইহুদীকে হত্যা করতে পাঠালেন। আবু রাফে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কষ্ট দিত এবং অন্যদের কষ্ট দিতে সাহায্য করত। আব্দুল্লাহ বিন আতিক বলেন, আমি তাকে প্রচন্ড আঘাত করলাম। কিন্তু হত্যা করতে পারিনি, তারপর তরবারীর ধারালো ডগা তার পেটে ঢুকিয়ে দিলাম এমনকি তা তার পিঠ ফুরে বেরিয়ে যায়। তখন আমি বুঝলাম যে, আমি তাকে হত্যা করতে সক্ষম হয়েছি। (সহীহ বুখারী, হাদীস নং-৩৮১৩)
ইবনে খাতালের দুই বাদি ছিল, যারা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কুৎসামূলক গান গাইতো। মক্কা বিজয়ের দিন তাদেরও হত্যা করার নির্দেশ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেন। (আসাহহুর সিয়ার-২৬৬, আল বিদায়া ওয়ান নিহায়া-৪/৪৯৮)
এমনিভাবে মক্কা বিজয়ের দিন হুয়াইরিস বিন নাকীজ নামের এক কুলাঙ্গার যে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কষ্ট দিত, তাকেও হত্যা করার নির্দেশ দেয়া হয়। (আল বিদায়া ওয়ান নিহায়া-৪/২৯৮)
পরবর্তীতে হুয়াইরিসকে হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু হত্যা করেন। (আসাহহুস সিয়ার-২৬৪)
___________________________________________________________________________________________________
২৯ মাহে যিলহজ্জ শরীফ, ১৪৩৮ হিজরী
২৩ রবি’, ১৩৮৫ শামসি
২১ সেপ্টেম্বর ২০১৭ ঈসায়ী

ইয়াওমুল খম্‌স (বৃহস্পতিবার)

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.