Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

নামধারী তিন শ্রেণীর লোকদের দ্বারা সম্মানিত ইসলাম উনার ক্ষতি হবে।



পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
ﻋﻦ ﺣﻀﺮﺕ ﺯﻳﺎﺩ ﺑﻦ ﺣﺪﻳﺮ ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﻟﻰ ﺣﻀﺮﺕ ﻋﻤﺮ ﺍﻟﻔﺎﺭﻭﻕ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ ﻫﻞ ﺗﻌﺮﻑ ﻣﺎ ﻳﻬﺪﻡ ﺍﻻﺳﻼﻡ ﻗﺎﻝ ﻗﻠﺖ ﻗﺎﻝ ﻳﻬﺪﻣﻪ ﺯﻟﺔ ﺍﻟﻌﺎﻟﻢ ﻭﺟﺪﺍﻝ ﺍﻟﻤﻨﺎﻓﻖ ﺑﺎﻟﻜﺘﺎﺏ ﻭﺣﻜﻢ ﺍﻻﺋﻤﺔ ﺍﻟﻤﻀﻠﻴﻦ
অর্থ: তাবিয়ী হযরত যিয়াদ ইবনে হুদাইর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, একদা আমীরুল মু’মিনীন খলীফাতুল মুসলিমীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি আমাকে বললেন, আপনি বলতে পারেন কি, সম্মানিত দ্বীন ইসলাম উনাকে কিসে ক্ষতি করবে? হযরত যিয়াদ বিন হুদাইর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি বললাম, না। তখন তিনি বললেন, আলিমদের পদস্খলন, মুনাফিকদের কিতাব সম্পর্কে বিতর্ক বা বিকৃতিসাধন এবং গোমরাহ শাসকদের সম্মানিত শরীয়তবিরোধী আদেশ নির্দেশ। (দারিমী শরীফ, মিশকাত শরীফ)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে, মুসলমান নামধারী তিন শ্রেণীর লোকদের দ্বারা সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতি হবে।
১. উলামায়ে সূ অর্থাৎ আলিম নামধারী যেসব লোক মনগড়া আমল করে এবং মনগড়া ফতওয়া প্রদান করে।
২. মুসলমান ছূরতে মুনাফিকদের তর্ক-বিতর্ক সম্মানিত কালামুল্লাহ শরীফ সম্পর্কে। অর্থাৎ শিয়া ইত্যাদি ৭২টি বাতিল ফিরক্বাসহ কাদিয়ানী, বাহাই ইত্যাদি ফিরক্বা।
৩. গোমরাহ বা পথভ্রষ্ট শাসকগোষ্ঠী, যারা ক্ষমতার মোহে মোহগ্রস্ত হয়ে নিজেদের নফসানিয়াতের কারণে অথবা কাফির-মুশরিকদের প্রলোভনে সম্মানিত দ্বীন ইসলাম উনার বিরোধী আদেশ নির্দেশ জারী করে। নাউযুবিল্লাহ!


উক্ত তিন শ্রেণীর প্রত্যেকেই জাহান্নামী এবং তারা জাহান্নামের কঠিন আযাব গযবে গ্রেফতার হবে। নাউযুবিল্লাহ!

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.