Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

পবিত্র রজবুল হারাম শরীফ মাসে ইবাদতের পুরস্কার




হিজরী পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ, হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সুপ্রসিদ্ধ ‘মুকাশাফাতুল কুলূব’ কিতাবে বর্ণনা করেন, “এক মহিলা রজব মাসে প্রতিদিন বাইতুল মুকাদ্দাস শরীফ-এ গিয়ে বারো হাজারবার সূরা ইখলাছ শরীফ পাঠ করতেন। উনার আদত ছিল, রজব মাসে তিনি নিয়মিত পশমের কাপড় পরিধান করতেন। একদা তিনি অসুস্থ হয়ে যান এবং স্বীয় পুত্রকে তিনি ওছিয়ত করেন যে, মৃত্যুর পর উনার পশমের পোশাকটিও যেন উনার সাথে দাফন করে দেয়া হয়। কিন্তু পুত্র সেই ওছিয়ত পালন না করে মৃত্যুর পর উনাকে উৎকৃষ্ট কাপড়ে দাফন করে। অতঃপর সে এক রাত্রিতে স্বপ্নে দেখলো, তার মা তাকে বলছেন, ‘আমি তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি আমার ওছিয়ত পালন করনি।’ পুত্র চিন্তিত হয়ে মায়ের পশমের লিবাসখানি কবরে রাখার জন্য আবার কবর খুঁড়লো, কিন্তু কি আশ্চর্য! মা কবরে নেই। এমন সময় গইব থেকে আওয়াজ আসলো, ‘ওহে! তুমি কি জান না, রজব মাসে যে আমার ইবাদত করে আমি তাকে নির্জন একাকিত্বে ফেলে রাখি না।”

কাজেই, প্রত্যেকের উচিত এ মাস থেকেই ইবাদতের জন্য যথাসাধ্য নিবেদিত হওয়া এবং এজন্য মহান আল্লাহ পাক উনার নিকট তাওফীক কামনা করা। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তাওফীক দান করুন। আমীন!

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.