Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

একমাত্র কাফিররাই নবী-রাসূল আলাইহিমুস সালাম গণকে সাধারণ মানুষ মনে করতো।নাউজুবিল্লাহ!




যেমন- এ প্রসঙ্গে মহান আল্লাহ্ পাক “সূরায়ে ফুরকান” -এর ৭ নং  আয়াত শরীফে এরশাদ করেন,
وقالوا مالهذا الرسول يأكل الطعام ويمشى فى الاسواق.
অর্থঃ- “তারা (কাফেররা) বলে যে, এ কেমন রাসূল যে খাবার খায় এবং বাজারে চলাফেরা করে।”

মহান আল্লাহ্ পাক “সূরায়ে আম্বিয়া”-এর ৩ নং আয়াত শরীফে আরো এরশাদ করেন,
واسروا النجوى الذين ظلموا هل هذا الابشر مثلكم افتأتون السحر وانتم تبصرون.
অর্থঃ- “এ জালেমরা পরস্পরে এ বলে কানা ঘুষা করে যে, এ লোকটি (মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তোমাদের মত মানুষ ছাড়া আর কি? তা সত্ত্বেও তোমরা কি দেখে শুনে যাদুর শিকার হবে?”

হযরত নূহ্  আলাইহিস সালাম উনার জাতির সর্দারেরা তাদের অনুসারীদের নিকট একথা বলেই তাঁর রিসালতকে অস্বীকার করেছিল।

মহান আল্লাহ্ পাক “সূরা মু’মিনূন”-এর ২৪ নং আয়াত শরীফে এরশাদ করেন,
فقال الملؤا الذين كفروا من قومه ماهذا الابشر مثلكم.
অর্থঃ- “ উনার (হযরত নূহ আলাইহিস সালাম) জাতির সর্দারেরা তাদের অনুসারীদেরকে বলল, “এ লোকটি তোমাদের মতই একজন মানুষ ছাড়া আর কিছু নয়।”
       
আদ জাতির নেতারাও তাদের অনুসারীদেরকে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে একই কথা বলেছিল। যেমন- “সূরায়ে মু’মিনূন”-এর ৩৩-৩৪ নং আয়াত শরীফে এরশাদ হয়েছে,
ماهذا الابشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن اطعتم بشرا مثلكم انكم اذا لخاسرون.
অর্থঃ- “এই ব্যক্তি তোমাদের মত মানুষ ছাড়া আর কিছু নয়। তোমরা যা খাও, তা খায় এবং তোমরা যা পান কর, তাই পান করে। এখন যদি তোমরা তোমাদের মত একজন বাশারের আনুগত্য মেনে নাও, তাহলে অবশ্যই তোমরা বিরাট ক্ষতিগ্রস্থ হবে।”

       
সামুদ জাতির লোকেরাও তাদের নবী হযরত সালেহ্ আলাইহিস সালাম সম্পর্কে অনুরূপ কথাই বলেছিল, যেমন “সূরায়ে শুয়ারা”-এর ১৫৩-১৫৪ নং আয়াত শরীফে এরশাদ হয়েছে,
قالوا انما انت من المسحرين ما انت الابشر مثلنا.
অর্থঃ- “তোমাকে যাদু করা হয়েছে। তুমি আমাদেরই মত মানুষ ছাড়া আর কি?”
       
সামুদ জাতি হযরত সালেহ্ আলাইহিস সালাম সম্পর্কে ঠিক একই কথা বলেছিলো, যেমন- “সূরায়ে ক্বামার”-এর ২৪ নং আয়াত শরীফে এরশাদ হয়েছে,
فقالوا ابشرا منا واحدا نتبعه.
অর্থঃ- “তারা বললো, আমরা কি নিজেদের মধ্যকার একজন মানুষের আনুগত্য মেনে নেব?”

অনুরূপ কথা ইনতাকিয়া শহরের অধিবাসীরাও হযরত ঈসা আলাইহিস সালাম প্রেরিত তিনজন বিশেষ প্রতিনিধিকে বলেছিল, যেমন- “সূরায়ে ইয়াসীন”-এর ১৫ নং আয়াত শরীফে এরশাদ করেন,
قالوا ما انتم الابشر مثلنا وما انزل الرحمن من شئى ان انتم الا تكذبون.
অর্থঃ- “তোমরা তো আমাদের মতই মানুষ। দয়াময় প্রভু (তোমাদের উপর) কোন প্রকার ওহী নাযিল করেননি। তোমরা তো শুধু মিথ্যামিথ্যিই ওহী নাযিল হওয়ার দাবী করছ।”
       
ফেরাউন ও তার অনুসারীরা হযরত মুসা আলাইহিস সালাম , হযরত হারুণ আলাইহিস সালাম সম্পর্কে ও অনুরূপ কথা বলেছিল, যেমন- মহান আল্লাহ্ পাক “সূরা মু’মিনুন”-এর ৪৭ নং আয়াত শরীফে এরশাদ করেন,
فقالوا انؤمن لبشرين مثلنا وقومهمالنا عابدون.
অর্থঃ- “আমরা কি আমাদেরই মত দু’জন মানুষের উপর ঈমান আনব? তাও এমন দু’জন লোক যাদের সম্প্রদায় আমাদের গোলাম।”
       
উপরোক্ত আলোচনা দ্বারা প্রমাণিত হলো যে, কাফেররাই তাদের প্রতি প্রেরিত নবী-রাসূল আলাইহিমুস সালাম গণকে “তাদের মত” সাধারণ মানুষ মনে করতো। তাই তারা উনাদের প্রতি ঈমান আনা থেকে বিরত ছিলকাজেই নূরে মুজাসসাম ,হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কখনোই “আমাদের মত” সাধারণ মানুষ মনে করা যাবেনা। যারা করবে তারা কাফির হয়ে যাবে।


No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.