আদম আলাইহিস সালাম মাটি তার জন্য কি মাখলুকাত নূর,হাড়,রূহ বা নুতফা থেকে তৈরী হওয়া অবৈজ্ঞানিক নাকি বৈজ্ঞানিক?
আগেও বলেছিলাম আবারো বলছি খারেজী, দেওবন্দী,ওহাবী ক্বওমীরা যেমন
কুরআন সুন্নাহ অস্বীকার করে তেমনি ভাবে কুরআন সুন্নাহ উনাদের সংশ্লিষ্ট বিজ্ঞান ও অস্বীকার
করে৷
আসলে এরা কুরআন, সুন্নাহ, বিজ্ঞান কোনটাই বুঝে
না৷
আদম আলাইহিস সালাম ছাড়া কেও ই মাটির
তৈরী নন ৷তার অসংখ্য দলিল দেয়া হয়েছে৷ এরা সেটা অস্বীকার করেছে৷
এরপর নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নূরে মুজাসসাম তারও দলিল দেয়া হয়েছে সেখানেও তাদের হাক্বীক্বত ফাস হয়ে গেছে৷
শেষ পর্যন্ত তারা ফালতু একটা যুক্তি নিয়ে
এসেছে যে মাটির সৃষ্টি আদম আলাইহিস সালাম উনার সন্তান তথা আদম সন্তান তারা মাটির তৈরি
কারণ মাটির মানুষ থেকে মাটিই হয় ৷নূর হয় না৷আস্তাগফিরুল্লাহ!
তাদের আরো দাবী আম গাছ থেকে আমই পাওয়া
যায় কখনো অন্য কোন ফল পাওয়া যায় না৷
এখন আমার বলার বিষয় হলো মাটি থেকে যদি
মাটিই হয় তাহলে রক্ত গোশত হাড় এগুলোও কি মাটি? এটা কি ফালতু ও খোড়া যুক্তি নয়?
আর একটা ফল গাছে অন্য গাছের সাথে জেনেটিক্যালি
প্রজনন বা জেনেটিক ইঞ্জিনি়য়ারং প্রয়োগ করে আজকাল একই সাথে একই গাছে দিই বী ততোধিক
ফল-ফলাদি পাওয়া যাচ্ছে৷
এছাড়া টিস্যু গ্রাফটিং,জোড় কলম করে অনেক কিছুই উদ্ভাবন করা হচ্ছে।
যেমন, টমালু=টমেটো+আলু
টমেটো গাছের সাথে আলু গাছের জিন এর প্রয়োগ
করে যে গাছ হয় তাতে উপরে টমেটো ধরো আর নিচে আলু ধরে৷
(https://youtu.be/J0u3PU5iyIk)
(https://goo.gl/32gz1b)
আবার তামাক গাছে জোনাকী পোকার লুসিফেরিন
যোগ করা হয়েছে যার ফলে রাতের বেলা তামাক গাছ থেকে আলো বিচ্ছুরিত হয়৷(https://goo.gl/5PxGCA)
এখন মূল বিষয় হচ্ছে আল্লাহ পাকের কুদরতে
সবই সম্ভব৷ যেমন পিতা-মাতা ছাড়া আদম আলাইহিস সালাম৷ আবার পিতা ছাড়া ঈসা রুহুল্লাহ
আলাইহিস সালাম৷
এখন আদম আলাইহিস সালাম উনার জিসিম মুবারক
(শরীর) এ ছিল নূরে মুহম্মদী যেটা স্থানাতরিত হয়ে কুদরতীভাবে এসেছে হযরত আমেনা আলাইহাস
সালাম উনার রেহেম শরীফে পরে কুদরতী ভাবে দুনিয়াতে
এখন কুরআন সুন্নাহ বিজ্ঞান অস্বীকার করে কুফরী করে কুফরী যুক্তি দেখিয়ে
কী নিজেদের হাক্বীক্বত প্রকাশ থেকে আমাদের থামাতে পারবে?
আল্লাহ পাক এইসকল দেওবন্দী ঘরানার খারেজী
ওহাবী কাফির ওলামায়ে সু থেকে আমাদের হিফাজত করুন ৷আমিন৷
No comments