Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

সালাফীরা কি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার বিরোধীতা করবে?


সালাফীরা বুখারী শরীফের একটা হাদীস শরীফকে অপব্যাখ্যা করে তাহাজ্জুদ নামাজকে তারাবীহ বলে অপপ্রচার করে। মজার বিষয় হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার একটা কিতাব আছে যার নাম “কিতাব আল-কুনা (আরবীতেঃكتاب الكُنى)” (http://bit.ly/1r5sRUI) সেই কিতাবে ২য় খন্ডে ২৩৪ নম্বর হাদীস শরীফে তারাবীহর নামাজ বিশ রাকায়াত বলা হয়েছে।
 
উক্ত হাদীস শরীফে বর্ণিত আছে, عن ابي الخصيب قال كان سويد بن غفلۃ يؤمنا في رمضان عشرين ركعۃ
অর্থঃ হযরত আবু খুসাইব রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন হযরত হযরত সুয়াইব বিন গাফফাল রদ্বিয়াল্লাহু আনহু সব সময় রমাদ্বান মাসে বিশ রাকায়াত তারাবীহর নামাজ পড়াতেন। (কিতাবুল কু’না -হাদীস ২৩৪, সুনানুল কুবরা বায়হাক্বী: হাদীস ৪২৯০)

এবার সালাফীরা কি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার বিরোধীতা করবে?

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.