সুন্নতী খাবার তালবীনা।‘তালবীনা’ রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি আনে এবং শোক দুঃখ কিছুটা দূর করে।
=============================================================
হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
يَحْيٰى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا
اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ زَوْجِ
النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا كَانَتْ إِذَا مَاتَ الْمَيِّتُ مِنْ
أَهْلِهَا فَاجْتَمَعَ لِذ‘لِكَ النِّسَاءُ ثُمَّ تَفَرَّقْنَ إِلاَّ أَهْلَهَا
وَخَاصَّتَهَا أَمَرَتْ بِبُرْمَةٍ مِنْ تَلْبِينَةٍ فَطُبِخَتْ ثُمَّ صُنِعَ
ثَرِيدٌ فَصُبَّتْ التَّلْبِينَةُ عَلَيْهَا ثُمَّ قَالَتْ كُلْنَ مِنْهَا
فَإِنِّي سَمِعْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلميَقُوْلُ التَّلْبِينَةُ
مُجِمَّةٌ لِفُؤَادِ الْمَرِيضِ تَذْهَبُ بِبَعْضِ الْحُزْنِ.
উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীকা আলাইহাস
সালাম উনার থেকে বর্ণিতঃ
উনার পরিবারের কোন ব্যক্তি মারা গেলে
মহিলারা এসে জড় হলো। তারপর উনার আত্মীয়রা ও বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ব্যতীত বাকী সবাই
চলে গেলে,
তিনি ডেগে ‘তালবীনা’ (আটা, মধু ইত্যাদি দিয়ে তৈরী খাবার) পাক করতে বললেন। তা পাকানো হলো। এরপর ‘সারীদ’ (গোশতের
মধ্যে রুটির টুকরো দিয়ে তৈরী খাবার) প্রস্তুত করা হলো এবং তাতে তালবীনা ঢালা হলো। তিনি
বললেনঃ তোমরা এ থেকে খাও। কারণ, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি যে, ‘তালবীনা’ রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি আনে এবং শোক দুঃখ কিছুটা
দূর করে। [বুখারী শরীফ, হা/৫৬৮৯, ৫৬৯০; মুসলিম শরীফ হা/২২১৬, মুসনাদে আহমদ শরীফ ,
হা/২৫২৭৪]
حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى،
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ عُقَيْلٍ،
عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا
كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينِ لِلْمَرِيضِ وَلِلْمَحْزُونِ عَلَى الْهَالِكِ،
وَكَانَتْ تَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ
" إِنَّ التَّلْبِينَةَ تُجِمُّ فُؤَادَ الْمَرِيضِ، وَتَذْهَبُ بِبَعْضِ
الْحُزْنِ ".
উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীকা আলাইহাস
সালাম উনার থেকে বর্ণিতঃ
তিনি রোগীকে এবং কারো মৃত্যুজনিত শোকাহত
ব্যক্তিকে তরল জাতীয় খাদ্য খাওয়ানোর আদেশ করতেন। তিনি বলতেনঃ আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি যে, ‘তালবীনা’ রোগীর কলিজা মযবূত করে এবং নানাবিধ দুশ্চিন্তা দূর
করে।[বুখারী শরীফ, হা/৫১৭৪(ইফাবা)]
فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ
أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينَةِ وَتَقُولُ هُوَ الْبَغِيضُ النَّافِعُ.
উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীকা আলাইহাস
সালাম থেকে বর্ণিতঃ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালবীনা খেতে
আদেশ দিতেন এবং বলতেনঃ এটি হল অপছন্দনীয়, তবে উপকারী। [বুখারী শরীফ, হা/৫১৭৫(ইফাবা)]
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي
الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَيْمَنَ بْنِ نَابِلٍ، عَنِ امْرَأَةٍ،
مِنْ قُرَيْشٍ يُقَالَ لَهَا كَلْثَمُ عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ ـ
صلى الله عليه وسلم ـ " عَلَيْكُمْ بِالْبَغِيضِ النَّافِعِ
التَّلْبِينَةِ " . يَعْنِي الْحَسَاءَ . قَالَتْ وَكَانَ رَسُولُ
اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا اشْتَكَى أَحَدٌ مِنْ أَهْلِهِ لَمْ تَزَلِ
الْبُرْمَةُ عَلَى النَّارِ حَتَّى يَنْتَهِيَ أَحَدُ طَرَفَيْهِ . يَعْنِي
يَبْرَأُ أَوْ يَمُوتُ .
উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীকা আলাইহাস
সালাম উনার থেকে বর্ণিতঃ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ অপ্রিয়
কিন্তু উপকারী বস্তুটি তোমরা অবশ্যই গ্রহণ করবে। তা হলো তালবীনা অর্থাৎ হাসা (দুধ ও
ময়দা সহযোগে প্রস্তুত তরল পথ্য)। তিনি বলেন, নূরে
মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারসুনানে পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে হাসা-এর পাতিল চুলার
উপর থাকতো, যতক্ষণ না রোগী সুস্থ হতো অথবা মারাট যেত। [তিরমিযী
শরীফ, হা/৩৪৪৬]
উপকারীতা:
– হৃদরোগের প্রতিষেধক
– হৃদপিন্ডের শক্তি বাড়ায়
– ক্যান্সার প্রতিরোধ করে
-অ্যালজেইমার প্রতিরোধ করে
– ডায়াবেটিকের ঝুঁকি কমায়
– বিষন্নতা দূর করে
– ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে
– কোলেস্টরেল কমায়
– পাকস্থলির জন্য স্বস্তিদায়ক
– নিয়মিত স্বাভাবিক ইস্তিঞ্জা হয়
– কোলন ক্যান্সার রোধ করে
– কোষ্ঠকাঠিন্নতা দূর করে
_ সুন্নতি খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ক্যান্টিন
শরীফ
অর্ডার দিতে যোগাযোগ করুন-
01729-902375
ঠিকানা: সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ গেইট
৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ
(পুলিশ লাইন ৩নং গেইটের বিপরীতে)
FB page: fb/CanteenShareef
Join Telegram Messenger
Customer Group: t.me/joinchat/FPLFAA0bg034ijOZRbZJQ
No comments