Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

পবিত্র কুরবানী সংশ্লিষ্ট কাজে গাফলতি করা যাবে না বরং পরস্পরকে সহযোগিতা করতে হবে



মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে পবিত্র কুরবানীর পশুকে সম্মান করার কথা ইরশাদ মুবারক করেছেন। খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تُحِلُّواْ شَعَآئِرَ اللّهِ وَلاَ الشَّهْرَ الْحَرَامَ وَلاَ الْهَدْيَ
অর্থ: হে সম্মানিত মু’মিনগণ! আপনারা অসম্মান করবেন না তথা সম্মান করুন, মহান আল্লাহ পাক উনার নিদর্শনসমূহ এবং সম্মানিত মাসসমূহকে এবং পবিত্র হারাম শরীফ উনাকে এবং পবিত্র কুরবানীর জন্যে নির্দিষ্ট পশুকে। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা মায়িদা শরীফ; পবিত্র আয়াত শরীফ ০২)
মহান আল্লাহ পাক উনার নির্দেশ পালনার্থে পবিত্র কুরবানীর পশুকে যেমন সম্মান করতে হবে তেমনি পবিত্র কুরবানীর পশু সংরক্ষন ও রক্ষণাবেক্ষন করার জন্য সংশ্লিষ্ট কাজগুলোকেও সম্মান করতে হবে। এবং এ ব্যপারে কোন প্রকার গাফলতি করা যাবে না বরং একে অপরকে সাহায্য সহযোগীতা করে পবিত্র কুরবানীর কাজগুলোকে সম্মানের সাথে তা’যীম তাকরীমের সাথে এগিয়ে নিতে হবে এবং যথাযথভাবে পালন করতে হবে। যেহেতু উক্ত পবিত্র সূরা মায়িদা শরীফ উনার ০২ নং আয়াত শরীফ উনার শেষাংশে মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেছেন-
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
অর্থ: আপনারা নেকী ও পরহেযগারীতে একে অপরকে সাহায্য সহযোগীতা করুন, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করবেন না। এ ব্যপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। নিশ্চয় মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা।
কাজেই উক্ত পবিত্র আয়াত শরীফ উনার আদেশ অনুযায়ী পবিত্র কুরবানীর পশু ও সংশ্লিষ্ট যেকোন কাজগুলি সম্মানের সাথে করতে হবে এবং করার জন্য পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগীতা করতে হবে।
পক্ষান্তরে কোন কাজে কেউ কোনরকম গাফলতী করলে তার জন্য কঠিন জবাবদিহিতা রয়েছে। না’ঊযুবিল্লাহ।

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.