ইসলামিক ফাউণ্ডেশন অনুবাদকৃত বুখারী শরীফ কিতাবের মধ্যেই ‘সংক্রমণ বা ছোঁয়াচে কোন রোগ নেই’ বলে উল্লেখ রয়েছে

বাংলাদেশ ইসলামিক ফাউ-েশন সম্পাদনা পরিষদের তত্ত্বাবধানে অনুদিত এবং তৎকর্তৃক সম্পাদিত
প্রকাশকাল: র্মাচ ১৯৮৪ বুখারী শরীফ নবম খণ্ড
বাবুল জুযাম বা কুষ্ঠরোগ অনুচ্ছেদের ২২৮৯ নং হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত হয়েছে-
وَقَالَ
عَفَّانُ حَدَّثَنَا سَلِيْمُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا سَعِيْدُ بْنُ مِيْنَاءَ قَالَ
سَـمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضَىَ اللهُ تَعَالٰى عَنْهُ يَقُوْلُ قَالَ إِنَّ رَسُوْلَ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا عَدْوٰى، وَلَا طِيَرَةَ، وَلَا هَامَةَ،
وَلَا صَفَرَ
অর্থ: হযরত আফফান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের নিকট পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন হযরত সালীম ইবনে
হাইয়ান রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন,
আমাদের নিকট
পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন হযরত সাঈদ ইবনে মীনা রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমি শুনেছি, হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু
তায়ালা আনহু তিনি বলেছেন যে, নিশ্চয়ই নূরে মুজাসসাম
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, কোন রোগই সংক্রমণ বা
ছোঁয়াচে নয় এবং কুলক্ষণ বলতে কিছু নেই এবং পেঁচার মধ্যে খারাপ কিছু নেই এবং ছফর মাসও
অশুভ নয়।
অনুরূপ বর্ণনা ছহীহ মুসলিম শরীফ কিতাবসহ হাদীছ শরীফের আরো অনেক কিতাবের মধ্যে বর্ণিত
হয়েছে।
No comments