Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবকিছু দেখতে ও শুনতে পান। সুবহানাল্লাহ!



নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন-
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ مُوَرِّقٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنِّي أَرَى مَا لاَ تَرَوْنَ وَأَسْمَعُ مَا لاَ تَسْمَعُونَ
অর্থঃ আমি সেসব কিছু শুনতে পাই যা তোমরা শুনতে পাওনা এবং সেসব কিছু দেখতে পাই যা তোমরা দেখতে পাওনা।
[তিরমিযী শরীফ,হাদীছ নং- ২৩১৫(ইফাবা), ইবনে মাজাহ শরীফ, হাদীছ নং-৪১৯০, মুসনাদে আহমদ শরীফ ৫/১৭৩, মুসনাদে বাযযার, হাদীছ নং-৩৯২৫,মুসতাদরাক লিল হাকিম, হাদীছ নং-৮৬৩৩,৮৭২৬, -সুনানে কুবরা লিল বায়হাকী ৭/৫২,সিলসিলাতুল আহাদীসুস সহীহা, হাদীছ নং-১৭২২]
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন-
فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَرَاكُمْ مِنْ خَلْفِي كَمَا أَرَاكُمْ مِنْ بَيْنِ يَدَى
অর্থঃ যেই মহান সত্তার হাতে আমার প্রান উনার শপথ, আমার পিছন থেকে আমি তোমাদেরকে ঠিক সেরকমই দেখতে পাই যেরকম আমার সামনে থেকে দেখতে পাই।
[নাসায়ী শরীফ(ইফাবা),হাদীছ নং-৮১৪, সুনানে কুবরা লিন নাসায়ী,হাদীছ নং-৮৮৭,মুসনাদে আবু ইয়ালা হাদীছ নং-৩২৯১,৩৫১৪]
অতএব বুঝা গেলো আল্লাহ তাআলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সব কিছু দেখার ও শুনার ইখতেয়ার দিয়েছেন।আল্লাহ পাক আমাদেরকে সহীহ সমঝ দান করুন। আমীন।

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.