হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের সমস্ত ইলিম দান করা হয়েছে।
হাদীছ শরীফে ইরশাদ হয়েছে,
وَقَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ
عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
" أُعْطِيتُ فَوَاتِحَ الْكَلِمِ وَجَوَامِعَهُ وَخَوَاتِمَهُ فَقُلْنَا
عَلِّمْنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ تَعَالَى فَعَلَّمَنَا التَّشَهُّدَ "
অর্থঃ- “হযরত আবূ মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন,
ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন,
হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
আমাকে সৃষ্টির
শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের সমস্ত ইলিম দান করা হয়েছে। [জামিউল আহাদীছ,৫/৮০,হা/৩৭৭২,ত্ববারানী, ইবনে আবি শাইবা,১/২৬১, হা/২৯৯৮, আবু ইয়ালা,১৩/২০৯,হা/৭২৩৮, কানযুল উম্মাল ১১/৪১২, হা/৩১৯২৯, বায়হাক্বী,২/১৬০,
হা/১৪৩৮, খুলাছাতুল কবীর,
২/৩৩৪, সুবলুল হুদা ওয়ার রুশদ, ১০/৩১৬, শরহে যুরকানী আলাল মাওয়াহিবুল লাদুন্নিয়া, ৭/২২২,
কাশফুল খফা, ১/১৪৫ ১৬৩,২৯৯]
হাবীবুল্লাহ্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন,
علمت
علم الا ولين و الا خرين
অর্থঃ আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ের সমস্ত ইলিম দান করা হয়েছে। [তবারানী শরীফ,তাফসীরে রুহুল
বয়ান, ৫/৫০০]
আখিরী রসূল, হাবীবুল্লাহ্ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন,
اعطيت
جوامع العلم.
অর্থঃ- “আমাকে সমস্ত ইলিম দান করা হয়েছে।”[ইরওয়াউল গলীল, দাইলামী শরীফ/
১৬২০]
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ،
وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ
وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " فُضِّلْتُ
عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ: أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ، وَنُصِرْتُ
بِالرُّعْبِ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَهُورًا
وَمَسْجِدًا، وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً، وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ
"
অর্থঃ- “আমাকে সমস্ত ইলিম দান করা হয়েছে।” [মুসলিম শরীফ, ১/৩৭১, হা/৫২৩, তিরমিযী শরীফ, ৩/১৭৫, হা/১৫৫৩, মিশকাত শরীফ, ৩/১৬০১, হা/৫৭৪৮, মুসনাদে আহমদ, ১৫/১৯৪, হা/৯৩৩৭, মুসনাদে আবী ইয়ালা,
১১/৩৭৭, হা/৬৪৯১, ছহীহ ইবনে হিব্বান,
৬/৮৭; ১৪/৩১১,৩১২, হা/২৩১৩; ৬৪০১, ৬৪০৩, সুনানে দারে কুতনী, ৫/২৫৪,
হা/৪২৭৫, সুনানুল ক্বুবরা লিল বায়হাক্বী,
২/৬০৭; ৯/৯, হা/৪২৬৫; ১৭৭১৮, শুয়াবুল ঈমান, ৩/৩৮, ১৩৬৭, মিরকাত শরীফ, ৯/৩৬৭৫, হা/৫৭৪৮, কানযুল উম্মাল, ১১/৪১২; ১৬/১১২, হা/৩১৯২৯; ৪৪০৮৭]
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا
اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ،
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بُعِثْتُ بِجَوَامِعِ الكَلِمِ، وَنُصِرْتُ
بِالرُّعْبِ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ،
فَوُضِعَتْ فِي يَدِي»
অর্থঃ- “আমি সমস্ত ইলিমসহ প্রেরীত হয়েছি।” [বুখারী শরীফ(ইফাবা), হা/৬৭৬৫, ৬৭৭৭, ৬৭৭৮, মুসলিম শরীফ, ১/৩৭১, হা/৫২৩, নাসায়ী শরীফ, ৬/৩,৪, হা/৩০৮৭, ৩০৮৯, মিশকাত শরীফ, ৩/১৬০২, হা/৫৭৪৯, মুসনাদে আহমদ, ১৩/২৮; ১৫/৫৩৫, হা/৭৫৮৫; ৯৮৬৭, মুসনাদে বাযযার, ১৪/২১৪,
হা/৭৭৭৫, ছহীহ ইবনে হিব্বান, ১৪/২৭৭, ২৭৯, হা/৬৩৬৩, ৬৩৬৪, শুয়াবুল ঈমান, ১/২৯৪, হা/১৩৭, মিরকাত শরীফ, ৯/৩৬৭৬, হা/৫৭৪৯, কানযুল উম্মাল, ১১/৪০৬, ৪০৭
হা/৩১৮৯৯,৩১৯০০]
أُوتِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَخَوَاتِمَهُ
অর্থঃ- “আমি সমস্ত ইলিম এবং তার শেষ সীমাসহ প্রেরীত হয়েছি।” [ফতহুল বারী, ১৩/৫২৫, মাজমুয়ায়ে জাওয়ায়েদ, ১/১৭৩, ১৮২, হা/৮০৫, ৮৫৭, কাশফুল খফা, ১/১৫,২২, রওদ্বাতুল মুহাদ্দিছীন, ৭/৩৯০, হা/৩১৬৫, লুগাতুল হাদীছ-১/১৪]
আল্লাহ পাক আমাদের কে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার প্রতি বিশুদ্ধ আক্বীদা পোষণ করার তৌফিক দান করুন। আমীন।
No comments