Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

হুযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরে মুজাসসাম তথা আপাদমস্তক নূরের তৈরি , সর্বপ্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ!






হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরে মুজাসসাম এ বিষয়ে কুরআন শরীফ হাদীছ এ অনেক দলিল আদিল্লাহ আছে। এছাড়া ইজমা দ্বারা সাব্যাস্ত ও হয়েছে বিষয়খানা। কোন গ্রহণযোগ্য ইমাম-মুজতাহিদ রহমাতুল্লাহি আলাইহিম উনাদের ও কোন দ্বিমত ও নেই। এমনকি যারা বিরোধীতা করে সেই খারেজী, দেওবন্দী, সালাফীগংদের গুরুরাও স্বীকার করেছে তাদের কিতাবে।

 কিন্তু বর্তমান কুয়োর ব্যাঙ , চুনোপুঁটি কিছু খারেজী, দেওবন্দী, সালাফীগং কুরআন শরীফহাদীছ শরীফ , ইজমা শরীফের পাশাপাশি তাদের গুরুদের কে অস্বীকার করে বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ!

দেওবন্দীদেদের মুরুব্বী মৃত আজিজুল হক এর  অনুবাদকৃত বুখারী শরীফের ৫ম খন্ডে উল্লেখ আছে-

১।  নূরে মুহম্মদী তথা হুযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বপ্রথম সৃষ্টি। (বুখারী শরীফ, ৫/২)

২। হুযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরের তৈরি। (বুখারী শরীফ, ৫/২-৩)   

৩। নূর বিষয়ক যুরকানীর রেফারেন্সে হাদিছে জাবির উল্লেখ করা হয়েছে।  (বুখারী শরীফ, ৫/২-৩)

৪। হুযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম (দেহ) ও রূহ নূরের তৈরী। (বুখারী শরীফ, ৫/৩-৮)

হাল জামানার বিরোধীতাকারী খারেজী-দেওবন্দীদের তাদের মুরুব্বীর অনুবাদ করা বুখারী শরীফ ও সিলসিলার মুরুব্বিদের কিতাব পড়া উচিত।

আল্লাহ পাক আমাদের বাতিল ৭২ ফিরক্বা থেকে হিফাজত করুন। আমীন।   








No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.