Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল ‘আলামীন উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত ওলীমাহ্ মুবারক



কিতাবে বর্ণিত রয়েছে,
فَكَانَتْ وَلِيْمَتُهُ السَّمْنَ وَالأَقِطَ وَالتَّمْرَ
অর্থ: “সম্মানিত ওলীমাহ্ মুবারক ছিলেন ঘি/মাখন, পনির এবং খেজুর। অর্থাৎ হাইস্ নামক খাবার।”
সুবুলুল হুদা ওয়ার রশাদ’-এ বর্ণিত রয়েছে,
وأطعم الناس ثلاثة أيام
অর্থ: “সবাইকে ওলীমার খাবার ৩ দিন পর্যন্ত খাওয়ানো হয়।” সুবহানাল্লাহ!
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে,
 عَنْ جَابِرٍ أَنَّ صَفِيَّةَ لَمَّا أُدْخِلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فُسْطَاطَهُ حَضَرْنَا فَقَالَ قُوْمُوا عَنْ أُمِّكُم فَلَمَّا كَانَ العَشِيُّ حَضَرْنَا وَنَحْنُ نَرَى أَن ثَمَّ قَسْماً. فَخَرَجَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي طَرَفِ رِدَائِهِ نَحْوٌ مِنْ مُدٍّ وَنِصْفٍ مِنْ تَمَرِ عَجْوَةٍ فَقَالَ كُلُوا مِنْ وَلِيْمَةِ أُمِّكُم.
অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরাহ্ আলাইহাস সালাম উনাকে যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত তাঁবু মুবারক উনার ভিতর প্রবেশ করানো হলো, তখন আমরা (উনার সম্মানিত তাঁবু মুবারক উনার নিকট) উপস্থিত হলাম। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনারা আপনাদের মহাসম্মানিতা মাতা উনার এখান থেকে চলে যান। অতঃপর যখন সন্ধ্যা হলো, তখন আমরা (উনার সম্মানিত তাবু মুবারক উনার নিকট) উপস্থিত হলাম। আর আমরা সেখানে (সম্মানিত জিহাদ উনার গনিমত) বণ্টন দেখলাম। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিত চাদর মুবারক উনার এক পার্শ্বে দেড় মুদের মত আজওয়াহ্ খেজুর নিয়ে বের হলেন। তারপর তিনি ইরশাদ মুবারক করেন,
كُلُوا مِنْ وَلِيْمَةِ أُمِّكُم
 আপনারা আপনাদের মহাসম্মানিতা মাতা আলাইহাস সালাম উনার সম্মানিত ওলীমাহ্ মুবারক গ্রহণ করুন।” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ, সুবুলুল হুদা ওয়ার রশাদ, সিয়ারু আ’লামিন নুবালা ইত্যাদি)



No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.