নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং তিনি পবিত্র যাকাত আদায়কারীর জন্য দোয়া মুবারক করেন
=======================
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি
উম্মতদের মাল-সম্পদ থেকে (পবিত্র হাদিয়া,
যাকাত, ফিতরা, উশর) গ্রহণ করুন, আপনার এই গ্রহণ করাটা উম্মতের জন্য জাহির-বাতিন পরিশুদ্ধির কারণ।
আর আপনি উম্মতের জন্য দোয়া মুবারক করুন! নিশ্চয়ই আপনার দোয়া মুবারক তাদের জন্য শান্তির
বা নাজাতের কারণ হবে। এই বিষয়ে মহান আল্লাহ পাক তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন।
(পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ-১০৩)
এই পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে আবূ আওফা রদ্বিয়াল্লাহ
তায়ালা আনহু তিনি বলেন, কোন পরিবারের লোকেরা যখন
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে
পবিত্র যাকাত নিয়ে আসতেন, তখন তিনি দোয়া মুবারকে
বলতেন, আয় মহান আল্লাহ পাক! আপনি অমুক
পরিবারের প্রতি রহমত মুবারক বর্ষন করুন। সুবহানাল্লাহ!
আবার হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একদা, আমার সম্মানিত পিতা নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে পবিত্র যাকাত নিয়ে আসলেন, তখন নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া মুবারক করলেন, “আয় মহান আল্লাহ পাক! আপনি রহমত, দয়া দান করুন হযরত আবূ আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার
ও উনার পরিবার-পরিজন উনাদের প্রতি।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
অতএব আমাদের সকলের উচিত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনার দোয়া মুবারক পাওয়ার জন্য পবিত্র যাকাত, ফিতরা, উশর আদায়কারী হিসেবে কাজ
করা এবং হক্ব স্থান মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ইয়াতীমখানা ও লিল্লাহ বোডিংএ পৌঁছায়ে
দেয়া। তবেই হাক্বীক্বী দোয়া মুবারক পাওয়া যাবে। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে
পবিত্র যাকাত, ফিতরা, উশর উনার আদায়কারী ও প্রদানকারী হিসেবে কাজ করার জন্য তাওফীক
দান করুন। আমীন!
✅
🕌 মুহম্মদিয়া জামিয়া শরীফ
ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং যাকাত প্রদানের সর্বশ্রেষ্ঠ হক্ব স্থান এবং একমাত্র কবুল
যোগ্য স্থান, যেখানে আপনার যাকাত, ফিতরা, উশর দিলে নিঃসন্দেহে অবশ্যই
কবুল হবে। এখানে আপনাদের পবিত্র যাকাত,
ফিতরা, উশর, দান - ছদক্বা, মান্নত প্রদান করুন।
📍 সারাদেশে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার অসংখ্য শাখা রয়েছে । তন্মধ্যে গুটিকয়েক
ছবি তুলে ধরা হলোঃ http://ahkamuzzakat.com/image-of-muhammadia-jamia-shareef-all-country.php
🕌 পবিত্র যাকাত, ফিতরা, উশর, দান - ছদক্বা, মান্নত প্রদান করুন- মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদরাসা, ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিং -এ
✅
A/C Name: Muhammadia Zamia Sharif Madrasa
A/C No: 161 32 0000 7569
Sonali Bank Limited,
Malibag Branch, Dhaka 1217, Bangladesh
✅
Bkash: Agent- 01709672605,
✅
Bkash Personal- 01718740742
✅
DBBL: 017187407422
✅
Nagad Personal: 01718740742
🌏 অনলাইনে বিশ্বের যেকোন প্রান্ত থেকেঃ
https://www.launchgood.com/donate-mjs
📌 সম্মানিত যাকাত সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://ahkamuzzakat.com/
No comments