Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

পবিত্রতম আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের কাছে যে ব্যক্তি উত্তম; মূলতঃ সেই ব্যক্তিই তোমাদের নিকট সর্বোত্তম



এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْحَافِظُ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ، ثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِي مِنْ بَعْدِي»
অর্থ : হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনাহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার পরে আমার পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের কাছে যে সর্বোত্তম সে ব্যক্তিই তোমাদের মাঝে সর্বোত্তম। সুবহানাল্লাহ! (মুসতাদরিক লিল হাকিম, হাদীছ-৫৩৫৯, খত্বীব, হাদীছ-২৮৫১, ইবনু আবী আসিম, ২/৬১৬, হাদীছ-১৪১৪, মুসনাদে আবী ইয়ালা, হাদীছ-৫৯২৪, মাজমাউয যাওয়াইদ, হাদীছ-১৫০২৭,  জামিউল আহাদীছ, হাদীছ-১২১৭৩, জামউল জাওয়ামি’ লিস সুয়ূতী, ছহীহুস সুন্নাহ, ইতহাফুল খিয়ারাতিল মাহারাতি বিযাওয়ায়িদিল মাসানীদ, হাদীছ-৫০৮১, ৬৭৩৩, মিরকাত শরীফ শরহে মিশকাত শরীফ, হাদীছ-৩২৫৩, ফাইদ্বুল ক্বদীর, হাদীছ-৪১০৫, কানযুল উম্মাল, হাদীছ-৩৪১৪৬, সিলসিলাতুছ ছহীহাহ লি আলবানী, হাদীছ-১৮৪৫, তারীখে বাগদাদ, হাদীছ-৩৭১৮, সিয়ারু আলামীন নুবালা, ১৮/৩৯৬)

উপরোক্ত পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে পবিত্রতম আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বে-মিছাল শান-মান, বুযুর্গী-সম্মান, মর্যাদা ও মর্তবা মুবারক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এরপরও যারা সম্মানিত পবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সুমহান মর্যাদা-সম্মান মুবারক রক্ষা করবে না, মুহব্বত মুবারক রাখবে না; বরং উনাদের প্রতি হিংসা-বিদ্বেষ রাখবে; তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। যেমন হয়েছে কাট্টা কাফির ইয়াযীদ লা’নতুল্লাহ আলাইহির উপর। বর্তমানে সেই লা’নতপ্রাপ্ত ইয়াযীদের অনুসারী হচ্ছে খারিজী ফিরক্বা, ওহাবী, দেওবন্দী, সালাফী, মওদুদী, জামাতী, তাবলীগী, লা-মাযহাবী।

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.