Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

বন্ধু কেমন হবে???



পবিত্র তাছাউফের কিতাবে উল্লেখ রয়েছে -
نخست موعظۃ پیر سخن
کہ از مصاحب ناجنس احتراز کنید
উচ্চারণ: “নুখুসত্ মাওয়েজাতে পীরে সুখুন কেহ আয মুছাহেবে নাজিনস ইহতেরাজ কুনেদ।”
তোমাদের সমপর্যায়ের যারা না, তোমাদের অন্তর্ভুক্ত যারা নয়, তোমাদের বিশ্বাসে যারা বিশ্বাসী নয় তাদের ছোহবত থেকে দূরে থাকা।” এটা হচ্ছে, সমস্ত হযরত আউলিয়া-ই কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের প্রথম নছীহত মুবারক। সুবহানাল্লাহ!
কিতাবে আরো উল্লেখ রয়েছে,
صحبت صالح ترا صالح کند
صحبت طالح ترا طالح کند.
সৎ সঙ্গ মানুষকে আল্লাহওয়ালা করে দিবে। সুবহানাল্লাহ! আর বদ লোকদের ছোহবত তোমাকে বদকার বানিয়ে দিবে।” নাউযুবিল্লাহ!
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে -
"ثَلَاثَةٌ لَا يَنْتَفِعُوْنَ مِنْ ثَلَاثَةٍ، شَرِيْفٌ مِنْ جَنِيْنٍ، بَارٌّ مِنْ فَاجِرٍ، حَاكِمٌ مِنْ جَاهِلٍ،
তিন প্রকার লোক থেকে তিনপ্রকার লোক কোন ফায়দা লাভ করতে পারে না। আলিম বা আল্লাহওয়ালা যারা উনারা জাহিলদের কাছ থেকে কোন ফায়দা লাভ করতে পারেন না। নাউযুবিল্লাহ! নেককার লোকেরা বদকার লোকদের থেকে কোন ফায়দা লাভ করতে পারেন না। নাউযুবিল্লাহ! আর শরীফ যারা অভদ্র লোক থেকে কোন ফায়দা লাভ করতে পারেন না। নাউযুবিল্লাহ! অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য আলিম হওয়া, নেককার হওয়া এবং শরীফ হওয়া অত্যন্ত জরুরী। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে -
خَيْرُ النَّاسِ مَنْ يَّنْفَعُ النَّاسَ.
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, শ্রেষ্ঠ মানুষ ঐ ব্যক্তি যার দ্বারা মানুষ ফায়দা লাভ করে।” সুবহানাল্লাহ।

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.