পঙ্গপাল খাওয়া নিয়ে বিভ্রান্তি নিরসন

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ
حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ اَنَّ رَسُوْلَ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اُحِلَّتْ لَنَا مَيْـتَـتَانِ
الْـحُوْتُ وَالْـجَرَادُ.
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত।
তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
আমাদের জন্য
দু প্রকারের মৃত জীব হালাল করা হয়েছে- মাছ ও টিড্ডি (পঙ্গপাল)।” (ইবনে মাজাহ শরীফ:
কিতাবুছ ছইদ: হাদীছ শরীফ নং ৩২১৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ
سَلْمَانَ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ
الْجَرَادِ؟ فَقَالَ أَكْثَرُ جُنُودِ اللَّهِ لَا آكُلُهُ وَلَا أُحَرِّمُهُ
অর্থ: “হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি
বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে
টিড্ডি বা পঙ্গপাল খাওয়া সম্পর্কে সুওয়াল করা হলে তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার অসংখ্য সৈন্যবাহিনী রয়েছে। আমি এগুলো খাই
না এবং হারামও বলি না।” সুবহানাল্লাহ! (সুনানে ইবনে মাজাহ শরীফ হাদীছ শরীফ নং ৩২১৯, আবূ দাঊদ শরীফ হাদীছ শরীফ নং ৩৮১৩)
মূলত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
কখনও পঙ্গপাল খাননি। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা খেয়েছেন।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
وَعَن
ابنِ أبي أوْفى قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ سَبْعَ غَزَوَاتٍ كُنَّا نَأْكُلُ مَعَهُ الجرادَ متفق عليه
অর্থ: “আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
সাথে সাতটি জিহাদ করেছি, তাতে আমরা উনার সাথে টিড্ডি
(পঙ্গপাল) খেয়েছি।” (বুখারী শরীফ,
মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
পঙ্গপাল যেটা দেখতে টুনটুনি পাখির মত,
সেটা খাওয়া
জায়েয । আর যেটা ফড়িং এর মতো সেটা
খাওয়া জায়েয নেই।
তবে বাংলাদেশের টেকনাফে যে পোকাগুলো দেখা দিয়েছে, এগুলো পঙ্গপাল নয়। (https://www.prothomalo.com/bangladesh/article/1654083/টেকনাফের-পোকা-পঙ্গপাল-নয়)
এগুলো খাওয়া কোনক্রমেই জায়েয নেই। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষায় থাকুন।
No comments