আজ সুমহান পবিত্র ও বরকতময় ৯ই জুমাদাল উলা শরীফ- সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ
মুবারক করেন, “আমার হযরত আওলাদ আলাইহিমুস সালাম
উনারা হলেন তোমাদের জন্য হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকার মতো। যে তাতে আরোহণ করবে, সে নাজাত পাবে। সুবহানাল্লাহ! আর যে তা হতে পশ্চাতে থাকবে সে
ধ্বংস হবে।” নাউযুবিল্লাহ!
আজ সুমহান পবিত্র ও বরকতময় ৯ই জুমাদাল উলা শরীফ- সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম
আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! যিনি আখাচ্ছুল
খাছ হযরত আওলাদে রসূল ও হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
তাই উনার সুমহান পবিত্র বিলাদতী শান মুবারক দিবসে খুশি প্রকাশ করা এবং উনার মুবারক
খিদমতে যথাযথ আঞ্জাম দেয়া সকলের জন্যই রহমত,
বরকত, নিয়ামত, সাকীনা ও নাজাত লাভের
কারণ। সুবহানাল্লাহ!
- ক্বওল শরীফ: সাইয়্যিদুনা হযরত
ইমামুল উমাম আলাইহিস সালাম
৯ জুমাদাল ঊলা শরীফ,
১৪৪১
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ,
মুহ্ইউস
সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম,
ক্বইয়ূমুয
যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল,
সুলত্বানুন
নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব,
আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত মুবারক
করা সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা শূরা শরীফ উনার ২৩ নম্বর পবিত্র আয়াত
শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
“(হে আমার
হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলে দিন, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাচ্ছি না। আর চাওয়াটাও স্বাভাবিক
নয়; তোমাদের পক্ষে দেয়াও কস্মিনকালে
সম্ভব নয়। তবে তোমরা যদি ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে চাও; তাহলে তোমাদের জন্য ফরয হচ্ছে আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস
সালাম উনাদেরকে মুহব্বত করা, তা’যীম-তাকরীম মুবারক
করা, উনাদের খিদমত মুবারক উনার আনজাম
দেয়া।”
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত হাদিউল
উমাম আলাইহিস সালাম তিনি আখাছ্ছুল খাছ আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সম্মানিত পিতা এবং সম্মানিত মাতা উভয় দিক থেকেই তিনি আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন,
ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন,
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
খাছ বংশধর। অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ ও হযরত আওলাদে রসূল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি হযরত আহলু বাইত শরীফ ও হযরত আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনাদের
ফাযায়িল-ফযীলত সম্পর্কে পবিত্র হাদীছ উনার উদ্ধৃতি দিয়ে বলেন, হযরত আবূ যর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, তিনি পবিত্র কা’বা শরীফ উনার দরজা মুবারক ধরে বলেছেন, আমি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, সাবধান! আমার হযরত আহলু বাইত শরীফ ও হযরত আওলাদ আলাইহিমুস সালাম
উনারা হলেন তোমাদের জন্য হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকার মতো। যে তাতে আরোহণ করবে, সে নাজাত পাবে। সুবহানাল্লাহ! আর যে তা হতে পশ্চাতে থাকবে সে
ধ্বংস হবে।” নাউযুবিল্লাহ! অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ ও হযরত আওলাদে রসূল আলাইহিমুস
সালাম উনাদেরকে মুহব্বত ও সম্মান করা সকলের জন্যই নাজাতের কারণ।
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন, হযরত আহলু বাইত শরীফ ও
হযরত আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনাদের ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা,
শান-মান
মুবারক সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনাকে দেখেছি, তিনি বিদায় হজ্জে আরাফার
দিন উনার ‘কাসওয়া’ নামক উষ্ট্রীর উপর সাওয়ার অবস্থায় খুতবা মুবারক প্রদান করেছেন। আমি
শুনেছি, তিনি খুতবা মুবারকে বলেছেন, “হে লোক সকল! আমি তোমাদের মাঝে এমন দুটি মহান নিয়ামত মুবারক রেখে
যাচ্ছি, তোমরা যদি তা শক্তভাবে ধরে রাখ।
অর্থাৎ মুহব্বত ও খিদমত করো, তবে তোমরা কখনও গুমরাহ
বা ধ্বংস হবে না; তা হলো মহান আল্লাহ পাক
উনার পবিত্র কিতাব মুবারক ও আমার সম্মানিত ইতরত বা আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম
বা আওলাদ আলাইহিমুস সালাম উনারা।” সুবহানাল্লাহ! অনুরূপ আরো বহু পবিত্র হাদীছ শরীফ
বর্ণিত রয়েছে।
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম তিনি উক্ত পবিত্র
হাদীছ শরীফ উনাদের হাক্বীক্বী মিছদাক। উক্ত পবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা বুঝা যায়, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম তিনি
উম্মতগণের জন্য সুমহান নিয়ামত, বরকত, সাকীনা এবং মাগফিরাত,
নাজাত লাভের
উসীলা। তাই পবিত্র ৯ই জুমাদাল উলা শরীফ জিন-ইনসান সকলের জন্যই অত্যন্ত আনন্দের দিন
তথা ঈদ বা খুশির দিন। অতএব, সকলের দায়িত্ব ও কর্তব্য
হচ্ছে- আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত হাদিউল
উমাম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস অত্যন্ত জওক্ব-শওক্ব
ও শান-শওক্বত উনার সাথে উদযাপন করা। পাশাপাশি উনাদের মুবারক ছোহবত ইখতিয়ার করা, উনাদেরকে মুহব্বত করা,
অনুসরণ-অনুকরণ
করা ও উনাদের যথাযথ খিদমত মুবারক উনার আঞ্জাম দেয়া। যা সকলের জন্যই রহমত, বরকত, নিয়ামত, সাকীনা ও নাজাত লাভের কারণ হবে।
-০-
No comments