থানবীর কিতাবের দলিলে নবীজী নূরের তৈরি তাহলে কী দেওবন্দীরা তাকে কাফির ফতওয়া দেবে?
সকল দেওবন্দী,ক্বওমী,খারেজী,গাট্টিওয়ালা,চর্মনাই,শফী ও হেফাজতিরা
যাকে মাথার তাজ নয়নের মণি মনে করে সেই ব্যক্তি হচ্ছে তাদের হেকিমুল উম্মত আশরাফ
আলী থানবী।
থানবীর লিখা কিতাবের নাম “নশরুত্তীব ফি যিকরিন্নাব্যিয়্যিল হাবীব” কিতাব।এই কিতাবে থানবী নবীজিকে নূরের তৈরি অ আল্লাহ পাক উনার প্রথম সৃষ্টি বলেছে।আর
জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাদীস শরীফ এখানে দলিল হিসেবে পেশ করেছে।
সুবহানআল্লাহ।
নিচে স্ক্যানকপি দেয়া হলোঃ
এই
কিতাবের অনুবাদ করেছে লালাবাগ শাহী মসজিদের খতিব মুফতে আমিনী আর নাম দিয়েছে “যে
ফুলের খুসবুতে সারা জাহান মাতোয়ারা”।
নবীজী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নূরে মুজাসসাম বললে যদি এই
দেওবন্দী ওহাবীরা কাফির ফতওয়া দেয় তাহলে থানবীর ক্ষেত্রে ফতওয়া কি হবে?
No comments