Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

হাবীবুল্লাহ , হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওছীলায় হযরত আদম ছফীউল্লাহ আলাইহিস সালাম উনার দুয়া কবুল হয়।


عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما أذنب آدم صلى الله عليه وسلم الذنب الذي أذنه رفع رأسه إلى العرش فقال أسألك حق محمد ألا غفرت لي فأوحى الله إليه وما محمد ومن محمد فقال تبارك اسمك لما لما خلقتني رفعت رأسي إلى عرشك فإذا هو مكتوب لا إله إلا الله محمد رسول الله فعلمت أنه ليس أحد أعظم عندك قدرا ممن جعلت اسمه مع اسمك فأوحى الله عز وجل إليه يا آدم إنه آخر النبيين من ذريتك وإن أمته آخر الأمم من ذريتك ولولاه يا آدم ما خلقتك

অনুবাদঃ হযরত ফারুকে আযম আলাইহিস সালাম উনার থেকে বর্নিত, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারাক করেছেন, (ইবলিশ যখন )হযরত আদম আলাইহিস সালাম উনাকে নিষিদ্ব গাছের ফল ভক্ষন করাতে সক্ষম হল, [যার দরূন উনাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়, তখন তিনি সর্বদা কাঁদতে ছিলেন। আর অনুতপ্ত হৃদয়ে ইস্তেগফার করতে ছিলেন।] তখন তিনি একবার আসমানের দিকে মুখ করলেন, আর বলতে লাগলেন, হে আল্লাহ পাক ! হযরত মুহম্মদ  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওসীলায় আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তখন ওহী নাজীল হয়- হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কিভাবে আপনি চিনলেন? [যার ওসীলা দিয়ে আপনি দুআ করছেন?] তখন তিনি বলেন-যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, তখন আমি আরশে লেখা দেখলাম-লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখনই আমি বুঝে গিয়েছিলাম যে, হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চেয়ে সর্বোচ্চতর ব্যক্তিত্ব কেউ নেই যার নাম মুবারক আপনি স্বীয় নামের সাথে রেখেছেন। তখন ওহী নাজীল হল-তিনি সর্বশেষে নবী ও রসূল হিসেবে প্রেরিত হবেন আপনার সন্তানদের অন্তর্ভূক্ত হবেনযদি তিনি না হতেন, তাহলে আপনাকেও সৃষ্টি করা হতো না।
দলিলঃ
দালায়েলুন নাবায়িয়্যাহ : ৫/৪৮৯ পৃ
মুসতাদরাকে হাকেম - ২/৪৮৬ পৃ : হাদিস : ৪২২৮
আল মাদখাল : ১/১৫৪
আল মুজামুল আওসাত : ৬/৩১৩ : হাদীস নং-৬৫০২
আল মুজামুস সগীর : ২/১৮২ : হাদীস নং-৯৯২,
মুজমায়ে কবীর
আল মুসনাদিল ফেরদাউস : ৫/২২৭
কাশফুল কাফা : ১/৪৬ ও ২/২১৪
‘হিলইয়াতুল আউলিয়া,
শেফাউস সিকাম
‘তারিখে দিমাশক’: ৭/৪৩৭ পৃ
আল ওয়াফা বি আহওয়ালিল মোস্তফা : ৩৩
বয়ানুল মীলাদুন্নবী : ১৫৮
আল বিদায়া ওয়ান নেহায়া : ১/১৮ পৃ
মাযমাউজ যাওয়ায়েদ : ৮/২৫৩
‘নাসীম আর-রিয়াদ’
খাসায়েসুল কুবরা : ১/১২ : হাদিস ১২
আদ দুররে মানসুর : ১/১৪২
আল মাওয়াহেবুল লাদুনিয়্যাহ : ১/ ৮২ ও ২/৫২৫
শরহে মাওয়াহিব : ১/১৭২
সীরাতে হালাবিয়্যাহ : ১/৩৫৫
তাফসীরে আজিযী : ১/১৮৩
শাওয়াহিদুল হক : ১৩৭
আনোয়ার-ই-মুহম্মদীয়া : ৯-১০
জাওয়াহিরুল বিহার : ২/১১৪
হুজ্জাতুল্লাহি আলাল আলামিন : ৩১ পৃ ও ৭৯৫ পৃ
(
মাকতুবাত এ তাওফিক হিয়্যাহ, কাহেরা,মিশর)

যে সকল মুহাদ্দিসগন এ হাদিস শরীফটি সহিহ বলেছেনঃ

১) ইমাম হাকিমন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাদিসটি সহীহ। (আল মুস্তাদরাক , ২/৬১৫)

২) ইমাম তকি উদ্দীন সুবকী বলেন, হাদিসটি হাসান। (শিফাউস সিকাম / ১২০)

৩) ইমাম তকী উদ্দীন দামেশকী রহমাতুল্লাহি আলাইহি বলেন,হাদীসটি বিশুদ্ধ। (দাফউ শুবহাহ , ১/৭২)

৪) ইমাম কাস্তালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসটি বিশুদ্ধ। (মাওয়াহিবুল  লাদুনিয়া , ১/১৬৫)

৫) ইমাম সামহুদী বলেন, হাদিসটি সহীহ। (ওয়াফাউল ওয়াফান , ২/৪১৯)

৬) ইমাম জালালুদ্দীন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিভিন্ন সনদে বর্ণিত এ হাদিসটি বিশুদ্ধ। ( খাসায়িসুল কুবরা , ১/৮)

৭) ইবনু তাইমিয়্যাহ এ হাদীসটি দলীল হিসাবে তার কিতাবে উল্লেখ করেছেন। (মাজমাউল ফাতাওয়া , ২/১৫৯)

যদি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না হতেন, তবে আমি আপনাকে সৃষ্টি করতাম না’-এ হাদীসটি উল্লেখ করে বলেছেন, এ হাদীসটি পূর্বের কথাকে শক্তিশালী করেছে। (মাজমু উল ফাতাওয়া২/১৫৯)

৮) বাত্বিলদের জবাবে ইমাম ইবনু কাসীর রহমাতুল্লাহি আলাইহি পরিস্কার বলেছেন, এই হাদীসটি বানোয়াট নয়। এটা দ্বারা নির্দ্বিধায় দলীল প্রদান করা যাবে। (আস সীরাতুন নাবাবিয়্যাহ , ১/১৯৫)
৯) বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুল্লা আলী কারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একথাটি সম্পূর্ণ বিশুদ্ধ। (আল আসরারুল মারফুআহ , ১/২৯৫)

সুতরাং উপরের হাদীছ শরীফ খানা সর্বোচ্চমানের সহীহ ও নির্ভরযোগ্য তা প্রমাণ হল।সুবহানাল্লাহ !!
উপরিউক্ত হাদীছ শরীফখানা থেকে যা যা প্রমাণ হলঃ
১।আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম উনার পুর্বেই হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নবী ও রসূল হিসেবে সৃষ্টি করেছেন।
২।আল্লাহ পাক সর্বোপ্রথম নবী ও রাসুল হিসেবে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সৃষ্টি করেছেন , কিন্তু প্রেরণ করেছেন সবার শেষে। অর্থাৎ তিনি প্রেরণের দিকে শেষ নবী তবে সৃষ্টিতে সব্দিক থেকে প্রথম এমনকী নবী ও রসূল হিসেবেও । আর আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রেরণের দিকে থেকে প্রথম নবী ও রসূল। সুবহানাল্লাহ!
৩।হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওসীলা দিয়ে দুয়া করলে তা ১০০ ভাগ মক্ববুল। সুবহানাল্লাহ!

আল্লাহ পাক আমাদের কে দ্বীন উনার সহীহ ইলিম দান করুন আমীন

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.