রেজাখানী+জামাত+ শিয়া+তালেবান+ দেওবন্দী একই পথের পথিক
আজকেও আপনাদের একটা মজার কথা শোনাবো,
বাংলাদেশে রেজাখানিরা সব সময় নিজেদের সুন্নী দাবি করে আর জামাতে মওদুদী, শিয়া,
দেওবন্দী, আহলে হাদীস আর তালেবানদের বিরুদ্ধে বলে। অথচ
আপনি কি জানেন, বাংলাদেশে রেজাখানিদের
লিডার মানে পাকিস্তানের রেজাখানিরা যে সারা দিন জামাতে মওদুদী, শিয়া,
দেওবন্দী, আহলে হাদীস (Jamiat Ahle Hadith) আর তালেবানদের গলায় গলা ধরে থাকে, তারা পরষ্পর পরষ্পরকে জানের দোস্ত মানে, খাাটি রাজনৈতিক বন্ধু মনে করে !!
ছবিতে রেজাখানিদের যে নেতাকে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে শাহ আহমেদ নুরানী। রেজাখানিদের এ নেতার নেতৃত্বেই
পাকিস্তানের শিয়া, জামাতে মওদুদী, দেওবন্দী, আহলে হাদীস ও তালেবানরা ২০০৩ সালে ঐক্যজোট করে, দালের নাম দেয় ‘মুত্তাহিদা মজলিস-ই-আমল’(http://goo.gl/CGnpny)। দলটি ২০০৩ সালে তৈরী হয়ে
২০০৭ সাল পর্যন্ত অব্যাহত ছিলো। এরপর ২০১১ সালে আবার নতুন করে ঐক্যজোট গঠনের নীতিগত
সিদ্ধান্ত হয় (http://goo.gl/Xl7zMv)।
যেসকল রেজাখানি শাহ আহমেদ নুরানীকে (http://goo.gl/L8vHrN)
এখনও
চিনে নাই তাদের জন্য বলছি, ‘এ লোক তোমাদের বসেরও
বস’। মানে পাকিস্তানের রেজাখানিদের রাজনৈতিক দলের নাম হচ্ছে জমিয়তে উলামায়ে পাকিস্তান
(http://goo.gl/SsrBSj)। ১৯৮০ সালে জমিয়তে
উলামায়ে পাকিস্তানের শীর্ষ নেতা শাহ আহমেদ নুরানী ইলিয়াস রেজা কাদেরীকে প্রধান করে
‘দাওয়াত-ই- ইসলামী’ নামক সংগঠনটি তৈরী করে দেয় । তখন ইলিয়াস কাদেরী ছিলো জমিয়তে
উলামায়ে পাকিস্তানের পাঞ্জাব শাখার যুব সংগঠন ‘আনজুমান তুলাবায়ে ইসলাম’ এর প্রধান
(http://goo.gl/mGHWxb)। উল্লেখ্য, বর্তমানে এ ইলিয়াসকেই রেজাখানিদের একটা বড়
অংশ পীর বলে মানে এবং দাওয়াতে ইসলামী সংগঠন করে (এ গ্রুপটির সবাই সবুজ পাগড়ি পড়ে, তাদের টিভির নাম মাদানী চ্যানেল) ।
বাংলাদেশে রেজাখানিরা সাধারণ মানুষকে মুলা দেখায়, বলে তাদের মূল নেতারা নাকি পাকিস্তানের বড় বড়
সুন্নী। তারা নাকি ওহাবী-লামাহযাবী-জামাতে মওদুদী-শিয়া-দেওবন্দী বিরোধী। কিন্তু ছবিতেই
তো দেখলেন তাদের নেতাদের কত করুন অবস্থা। এদের সম্পর্কে আর কিছু বলার নাই।
এই মুনাফিকরাই আবার সাইয়্যিদুনা আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি উনার বিরোধিতা
করে….কতবড় দুঃসাহস !!!!
No comments