Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

পবিত্র লাইলাতুল বরাত পালনের সর্বশ্রেষ্ঠ স্থান রাজারবাগ দরবার শরীফ।




বর্তমান বাংলাদেশে ও সারাবিশ্বের যে স্থানে মহিমান্বিত বরকতপূর্ণ, ফুয়ুজাত, বারাকাত, নিয়ামত, রহমত, নাজাত, অফুরন্ত ফাযায়িল-ফযীলতপূর্ণ পবিত্র শবে বরাত পালন করা হয় সেই মহান স্থান হলো- বর্তমান যামানার ইমাম ও মুজতাহিদ, গাউছুল আ’যম, ছহিবে কুন ফা ইয়াকুন, ছহিবে সুলত্বানিন নাছীর, আওলাদে রসূল মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহান পাক দরবার শরীফ তথা রাজারবাগ দরবার শরীফ। সুবহানাল্লাহ!
আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “যে ব্যক্তি শা’বান মাসে ৩টি রোযা রাখবে মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাতী উটে আরোহণ করিয়ে কবর হতে উঠাবেন।” (ইবনু নুবাতাহ)
আরো ইরশাদ করেন, “শা’বান মাসের শেষ সোমবার রোযা রাখলে আল্লাহ পাক তিনি সমস্ত পাপ ক্ষমা করে দিবেন।” সুবহানাল্লাহ! (গুনিয়াতুত্ ত্বালেবীন)

সুতরাং আমাদের সকলের উচিত উনার হাতে বাইয়াত গ্রহণ করে শবে বরাতসহ সমস্ত বিশেষ রাত ও দিনসমূহের আমলসমূহ উনার দরবার শরীফ-এ উনারই ছোহবতে করে নিজেদেরকে জাহান্নাম থেকে নাজাত বা মুক্ত করা।

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.