আজ সুমহান বরকতময় আযীমুশ্শান ২০শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, আন নূরুর রবিয়াহ, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার বরকতময় দিন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ
মুবারক করেন, ‘সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আন নূরুর রবিয়াহ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি মহিলাগণ উনাদের সাইয়্যিদাহ।’ সুবহানাল্লাহ!
আজ সুমহান বরকতময় আযীমুশ্শান ২০শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু
নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, আন নূরুর রবিয়াহ, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ
করার বরকতময় দিন। সুবহানাল্লাহ!
যেদিনটি সকলের জন্য সুমহান ঈদ বা খুশির দিন অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ।
সুবহানাল্লাহ! তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে, উনার পবিত্র সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক জানা, উনাকে মুহব্বত ও অনুসরণ-অনুকরণ করা। বিশেষ করে সমস্ত মহিলাদের জন্য ফরয হলো, উনাকে সূক্ষ্মাতিসূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ-অনুকরণ করা। আর সরকারের জন্যও
দায়িত্ব-কর্তব্য হচ্ছে- মাহফিলসমূহের সার্বিক আনজাম দেয়ার সাথে সাথে উনার পবিত্র জীবনী
মুবারক শিশুশ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে
সিলেবাসের অন্তর্ভুক্ত করা।
- ক্বওল শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস
সালাম
২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪১
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত
ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল
জান্নাহ, উম্মু আবীহা আন নূরুর রবিয়াহ, সাইয়্যিদাতুনা হযরত যাহরা
আলাইহাস সালাম তিনি বিশ্বের সকল মহিলাদের সাইয়্যিদাহ, তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার লখতে জিগার, হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম ও হযরত ইমামুছ ছালিছ
আলাইহিস সালাম উনাদের সম্মানিতা মাতা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গোশত মুবারক উনার টুকরা মুবারক এবং
উম্মুল মু’মিনীন আল ঊলা হযরত কুবরা আলাইহাস সালাম উনার ৭ জন মহাসম্মানিত আওলাদ উনাদের
মধ্যে তিনি হলেন সপ্তম। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি
বলেন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন আন নূরুর রবিয়াহ, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি আনুষ্ঠানিক নুবুওয়াত প্রকাশের ৩ বৎসর
পূর্বে পবিত্র ২০শে জুমাদাল উখরা শরীফ, ইয়াওমুল জুমুয়াহ বা জুমুয়াবার
পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি
বলেন, তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াবী বয়স মুবারক ছিল ৩৭ বৎসর। যেমনিভাবে আবনাউ
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনাদের কেউ জমিনে বেশি দিন অবস্থান মুবারক করেননি, তদ্রপ সাইয়্যিদাতু নিসায়িল
আলামীন আন নূরুর রবিয়াহ সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার থেকে ব্যতীত অন্য
কোনো বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের থেকে কোনো বংশীয় ধারা
জারি নেই। কেবল সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ আন নূরুর রবিয়াহ হযরত যাহরা আলাইহাস
সালাম উনার থেকে বংশ মুবারক উনার মুবারক ধারা চালু হয়েছে ও চালু রয়েছে। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি
বলেন, হিজরী ১১ সনের প্রথম দিকে অর্থাৎ পবিত্র ছফর শরীফ মাস উনার মধ্যে
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
তিনি মারিদ্বী শান মুবারক গ্রহণ করেন এবং মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ
বা মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ তিনি পবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন।
এতে উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ আন নূরুর রবিয়াহ, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি জুদাইর কারণে হুযনী শান মুবারক প্রকাশ
করেন। এ জুদাই উনার পবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশের কারণ হয়ে দাঁড়ায়।
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি
বলেন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আন নূরুর রবিয়াহ, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
পবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশের পর মাত্র প্রায় ছয় মাস যমীনে ছিলেন। তিনি
হিজরী ১১ সনে ৩রা পবিত্র রমাদ্বান শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার বাদ আছর
পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। উনার জানাযার নামায হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ
আলাইহিস সালাম তিনি পড়ান। উনার পবিত্র রওজা শরীফ পবিত্র জান্নাতুল বাক্বীতে অবস্থিত।
সুবহানাল্লাহ!
-০-
No comments