দেওবন্দীদের মুরুব্বীদের কিতাবের দলিলে নবীজীপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গোলাম বলা প্রমাণিত
অনেক সুন্নী মুসলমান নিজেকে নবীজীপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গোলাম
বলে থাকেন৷ এতে করে খারেজী , দেওবন্দী , ওহাবীদের গাত্রদাহ শুরু হয়ে যায়৷ তারা বলে থাকে আল্লাহ পাক
ব্যতীত আর কারো গোলাম হওয়া যাবে না এমনকি হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার ও নয়৷ নাউযুবিল্লাহ!
এ বিষয়ে দলিল-আদিল্লাহ আছে ৷কিন্তু তা দিলে তো তারা মানবে না৷ তাই তাদের মুরব্বীর
কিতাব থেকে দলিল দেওয়া হলো৷
দেওবন্দী আজিজুল হকের অনুবাদ করা বুখারী শরীফ ৫ম খন্ড ৩৯৯-৪০৪ পৃঃ পর্যন্ত সে একখানা
কাছীদা রচনা করে সেটা পাঠ করেছে মদীনা শরীফে নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার রওজা শরীফে৷
যেখানে সে ৬৪ নং লাইনে হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনাকে উদ্দেশ্যে করে বলেছে-
سلام
عزيز الحق عبد اضره - ذنوب و اثام فجائك حائرا
আপনার গোলাম আজিজুল হকের সালাম; তাহাকে ভীষণ ক্ষতিগ্রস্ত
করিয়াছে তাহার গোনাহ ও অপরাধসমূহ, তাই সে দিশেহারা হইয়া
আপনার দ্বারে আসিয়াছে ৷
প্রিয় পাঠক কি বুঝলেন? সুন্নী মুসলমান যদি গোলাম
বলে তো নাজায়িয হয় আর মুরুব্বীরা বললে জায়িয হয়ে যায়?
তাই হিংসাত্মক মনোভাব থেকে সরে এসে গ্রহণযোগ্য অনুসরণীয় হক্বানী ওলীআল্লাহ উনাদের
ছোহবতে থেকে আল্লাহ পাক ও হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাছিল করাই
কামিয়াবীর কারণ হবে৷ আল্লাহ পাক আমাদের কে তৌফিক দান করুন৷ আমীন৷
No comments