Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

আল্লাহওয়ালা হওয়ার সহজ মাধ্যম হচ্ছে যাকাত আদায়ের কার্যক্রমে শরীক থাকা



Image may contain: text
═════════ ═════════

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও।”

আর আল্লাহওয়ালা হওয়ার তর্য-তরীক্বা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ফযল এবং রহমত মুবারক হিসেবে লাভ করার কারণে এবং উনার কারণেই যে তোমরা সর্বপ্রকার রহমত, বরকত, সাকীনা, দয়া, দান ইহসান লাভ করছো, সেজন্য তোমরা সকলে ফলেইয়াফ রাহু তথা খুশি প্রকাশ করো।” সুবহানাল্লাহ!
অর্থাৎ খুশি প্রকাশ করার মাধ্যমে আল্লাহওয়ালা হওয়া যাবে। খুশি প্রকাশ করলে দায়েমীভাবে রহমত লাভ হবে।
এখন অন্তরে যদি চিন্তা পেরেশানী থাকে, অভাব-অনটন থাকে, তাহলে কি খুশি প্রকাশ সম্ভব? কখনোই নয়।

তাই এর সহজ মাধ্যম হচ্ছে যাকাতের কার্যক্রমে মশগুল হওয়া। কেননা যাকাত অর্থ বৃদ্ধি, পরিশুদ্ধি। অন্তর এবং মালের পরিশুদ্ধতা। অর্থাৎ যাকাতের কার্যক্রমে যারা জড়িত থাকবে একদিকে যাকাতদাতা এবং যাকাত প্রদানের জন্য উদ্বুদ্ধকারী উভয়ের অন্তর শুদ্ধ হবে। উভয়েরই সচ্ছলতা আসবে। অন্তর ইছলাহ হবে। মাল পবিত্র হবে। বৃদ্ধি পাবে। এতমিনান লাভ করবে। রহমত হাছিল হবে। খুশি প্রকাশ সহজ হবে। সর্বোপরি আল্লাহওয়ালাগণ উনাদের খাতায় নাম লিখা হবে। সুবহানাল্লাহ!

🕌 মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং যাকাত প্রদানের সর্বশ্রেষ্ঠ হক্ব স্থান এবং একমাত্র কবুল যোগ্য স্থান, যেখানে আপনার যাকাত, ফিতরা, উশর দিলে নিঃসন্দেহে অবশ্যই কবুল হবে। এখানে আপনাদের পবিত্র যাকাত, ফিতরা, উশর, দান - ছদক্বা, মান্নত প্রদান করুন।

📍 সারাদেশে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার অসংখ্য শাখা রয়েছে । তন্মধ্যে গুটিকয়েক ছবি তুলে ধরা হলোঃ http://ahkamuzzakat.com/image-of-muhammadia-jamia-shareef-all-country.php

🕌 পবিত্র যাকাত, ফিতরা, উশর, দান - ছদক্বা, মান্নত প্রদান করুন- মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদরাসা, ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিং -এ

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.