Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

যাকাত-উশর যথাযথভাবে দিলে বন্যা, তুফান, খরায় ফসল নষ্ট হবে না

No photo description available.







==================

পত্রিকার পাতা খুললে সংবাদ দেখা যায়, “বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর জমি”। “খরায় ফসল নষ্ট।” “ভেসে গেছে মাছ”। ইত্যাদি ক্ষয় ক্ষতির বিবরণ।
এর কারণ কি?

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যমীনে ও পানিতে যত মাল সম্পদ বিনষ্ট বা ধ্বংস হয়ে থাকে তা শুধু মাত্র ফসল ও মালের পবিত্র যাকাত ও উশর না দেয়ার কারণেই”। নাউযুবিল্লাহ! (ত্ববারানী শরীফ)
উম্মুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বলেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, যে মালের সাথে পবিত্র যাকাত উনার মাল মিশ্রিত করে, নিশ্চয়ই সেই মালই মূল মালকে ধ্বংস করে ফেলবে অর্থাৎ উভয় মালই ধ্বংস হবে। নাউযুবিল্লাহ! (শাফেয়ী শরীফ ও বুখারী শরীফ)

বুঝা গেল যাকাত না দেয়ার কারণে ফসল, সম্পদ নষ্ট হচ্ছে, হবে। নাউযুবিল্লাহ!
তাই বন্যা, তুফান, খরা থেকে ফসল, সম্পদ, মাছ ইত্যাদিকে খালিক্ব মালিক রব উনার কুদরতী জিম্মায় রাখতে চাইলে আজই আপনার ফসল-সম্পদের যাকাত বা উশর দিন। (আমীন)

🕌 মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং যাকাত প্রদানের সর্বশ্রেষ্ঠ হক্ব স্থান এবং একমাত্র কবুল যোগ্য স্থান, যেখানে আপনার যাকাত, ফিতরা, উশর দিলে নিঃসন্দেহে অবশ্যই কবুল হবে। এখানে আপনাদের পবিত্র যাকাত, ফিতরা, উশর, দান - ছদক্বা, মান্নত প্রদান করুন।

📍 সারাদেশে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার অসংখ্য শাখা রয়েছে । তন্মধ্যে গুটিকয়েক ছবি তুলে ধরা হলোঃ http://ahkamuzzakat.com/image-of-muhammadia-jamia-shareef-all-country.php

🕌 পবিত্র যাকাত, ফিতরা, উশর, দান - ছদক্বা, মান্নত প্রদান করুন- মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদরাসা, ইয়াতিম খানা ও লিল্লাহ বোর্ডিং -এ

A/C Name: Muhammadia Zamia Sharif Madrasa
A/C No: 161 32 0000 7569
Sonali Bank Limited, Malibag Branch, Dhaka 1217, Bangladesh
Bkash: Agent- 01709672605,
Bkash Personal- 01718740742
DBBL: 017187407422
Nagad Personal: 01718740742
🌏 অনলাইনে বিশ্বের যেকোন প্রান্ত থেকেঃ
https://www.launchgood.com/donate-mjs
📌 সম্মানিত যাকাত সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://ahkamuzzakat.com/

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.