Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

দ্বীন ইসলাম উনার ৫ বুনিয়াদের অন্যতম বুনিয়াদ হলো পবিত্র যাকাত



পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَاَقِيمُوا الصَّلوةَ وَاٰتُوا الزَّكَوةَ وَاَطِيعُوا الرَّ‌سُولَ.
অর্থ: “আর তোমরা নামায কায়িম কর ও যাকাত প্রদান কর এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্য কর।” (পবিত্র সূরা নূর শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৬)
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
وَلٰكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللهِ وَالْيَوْمِ الاٰخِرِ وَالْمَلائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّه ذَوِي الْقُرْبٰى وَالْيَتَامٰى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَاْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَاْسِ اُولئِكَ الَّذِينَ صَدَقُوا وَاُولئِكَ هُمُ الْمُتَّقُونَ.
অর্থ: “বড় সৎ কাজ হলো এই যে, ঈমান আনবে মহান আল্লাহ পাক উনার উপর, পরকালের উপর, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের উপর, পবিত্র কিতাব উনার উপর এবং সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনাদের উপর। আর সম্পদ ব্যয় করবে উনারই মুহব্বতে আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী গোলাম ও বাঁদীদের জন্য। আর নামায কায়িম করবে, যাকাত আদায় করবে, কৃত অঙ্গীকার পূর্ণ করবে, অভাবে দুঃখ-কষ্টে এবং যুদ্ধের সময় ধৈর্যধারণকারী হবেন। উনারাই হলেন সত্যবাদী, আর উনারাই হলেন তাকওয়া বা পরহিযগার।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৭৭)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت عمر الفاروق عليه السلام قال ما تلف مال فى بر و لا بحر الا بـحبس الزكوة.
অর্থ: “হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘যমীনে এবং পানিতে যেখানেই কোন সম্পদ বিনষ্ট বা ধ্বংস হয়, তা কেবল মালের যাকাত আদায় না করার কারণে।” (তবারানী শরীফ)
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে,
عن حضرت ابن مسعود رضى الله تعالى عنه قال قال النبى صلى الله عليه وسلم أمرتم بالصلاة والزكاة فمن لم يزك فلا صلاة له.
অর্থ: ফক্বীহুল উম্মত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনারা পবিত্র নামায এবং পবিত্র যাকাত আদায়ের জন্য আদিষ্ট হয়েছেন। কাজেই যে ব্যক্তি পবিত্র যাকাত প্রদান করেনা, তার নামায কবুল হয়না।” (তাফসীরে কুরতবী, রুহুল মায়ানী, তাফসীরে খযীন ও বাগবী শরীফ)
পবিত্র ইসলাম উনার ৫টি মূল বুনিয়াদ বা ভিত্তি এর মধ্যে অন্যতম তৃতীয় মূল বুনিয়াদ বা ভিত্তি হচ্ছে পবিত্র যাকাত। যা ৮ম হিজরীতে ফরয হয়েছে। এ পবিত্র যাকাত উনাকে ব্যতিরেকে পবিত্র ইসলাম উনাকে কল্পনা করা যায় না। কেননা, কোন মুসলমান যদি সমস্ত কিছুই বিশ্বাস করে তদনুযায়ী আমলও করে কিন্তু এরপর যদি সে পবিত্র যাকাত উনাকে অস্বীকার করে কিংবা সামান্যতম তুচ্ছ-তাচ্ছিল্য করে তাহলে তার ঈমান-আক্বীদা, আমল সব কিছু বরবাদ হয়ে কাট্টা কাফির ও মুরতাদে পরিণত হয়ে যাবে। পবিত্র যাকাত যদিও মালি ইবাদত মূলত তা হক্কুল্লাহ ও হক্কুল ইবাদ উভয়ের সাথে ওতোপ্রোতভাবে সম্পৃক্ত। পবিত্র যাকাত প্রদানের ব্যাপারে পবিত্র কুআন শরীফ উনার মধ্যে সরাসরি মোট ৩২ খানা পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে এবং অসংখ্য পবিত্র হাদীছ শরীফ উনার মাধ্যমে শক্তভাবে বলা হয়েছে। পবিত্র যাকাত আদায় সীমাহীন ফাযায়িল-ফযীলত, বুযূর্গী ও মর্যাদা হাছিলের কারণ। সাথে সাথে প্রশান্তি, পবিত্রতা ও বরকত হাছিল করার কথাও উল্লেখ আছে। পক্ষান্তরে, পবিত্র যাকাত আদায় না করলে পবিত্র যাকাত উনার মাল-সম্পদ তার জন্য বিষধর সাপ, আগুন ইত্যাদি বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে তাকে ভয়ানক আযাব দিতে থাকবে। সে কথাও উল্লেখ আছে। এ পবিত্র যাকাত গরীব-মিসকীন ও অভাবীদের হক। তা প্রদানের জন্য ধনীদেরকে নির্দেশ করা হয়েছে। এ পবিত্র যাকাত আদায়ে আদায়কারীর মাল পবিত্র হয়, মালে বরকত হয়, বৃদ্ধি হয়, ও তার দেহ, রক্ত, গোশত পবিত্র হয়, সন্তানাদি নেককার হয় এবং তার ও তার পরিবারের জন্য মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দোয়া করার জন্য বলেন এ সম্পর্কে আয়াত শরীফও উল্লেখ করা হয়েছে।

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.