Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

সকলের রিযিকের মালিক মহান আল্লাহ পাক তিনি। রিযিক সম্পূর্ণ কুদরতী বিষয়।

No photo description available.


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّـهِ رِزْقُهَا

অর্থ: “যমীনে যত প্রাণী আছে সবার রিযিকের মালিক মহান আল্লাহ পাক তিনি।” (পবিত্র সূরা হুদ শরীফ: পবিত্র আয়াত শরীফ-৬ )

হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার বললেন, মহান আল্লাহ পাক আমি সমস্ত মাখলুককে এক বছর খাওয়াতে চাই। মহান আল্লাহ পাক তিনি বললেন, সেটা সম্ভব নয়। তিনি বললেন, তাহলে ৬ মাস।। মহান আল্লাহ পাক তিনি বললেন, সেটাও সম্ভব নয়। তিনি বললেন, তাহলে ১ মাস। মহান আল্লাহ পাক তিনি বললেন, সেটাও সম্ভব নয়। তিনি বললেন, তাহলে পনের দিন। মহান আল্লাহ পাক তিনি বললেন, সেটাও সম্ভব নয়। তিনি বললেন, তাহলে ৭ দিন। মহান আল্লাহ পাক তিনি বললেন, না, সেটাও সম্ভব নয়। তিনি বললেন, তাহলে ১ দিন। মহান আল্লাহ পাক তিনি বললেন, চেষ্টা করে দেখুন।

হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তখন খাবার যোগাড় করতে লাগলেন। এভাবে ১ বছর ধরে খাবার যোগাড় করলেন। খাদ্যের পাহাড় করে ফেললেন। কুল-মাখলুকাতের সবাইকে খাওয়ার দাওয়াত দেয়া হয়েছে। খাওয়ার সময় হলো, তখন সবাই আসলো। সমুদ্র থেকে একটা বড় মাছ এসে বললো, খাবার কোথায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ঐ যে খাদ্যের পাহাড় জমা আছে, সেখান থেকে খাও। সে মাছ এক লোকমায় সব খেয়ে ফেললো আর বললো- আমি প্রতিদিন এরকম ৩ লোকমা খাই। ১ লোকমা খেয়েছি; আরো ২ লোকমা কোথায়? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গেলেন। এবং বললেন, আয় মহান আল্লাহ পাক! একটা মাছে তো ১ লোকমায় সব খেয়ে ফেললো। এবং আরো ২ লোকমা চায়। আর অন্যরাইবা কি খাবে? মহান আল্লাহ পাক তিনি বললেন, আপনি চিন্তা করবেন না। আমি কুদরতীভাবে সবার পেট ভরিয়ে দিবো। ঠিক তাই করা হলো। তারা সবাই পেট ভরে বিদায় নিলো। সুবহানাল্লাহ!

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.