মহান আল্লাহ পাক উনার দায়েমী শান মুবারক কি?
যিনি সাত আসমানের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক। যিনি জান্নাত-জাহান্নামের সৃষ্টিকর্তা
মহান আল্লাহ পাক। যিনি আঠারো হাজার মাখলুকাতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক। সমস্ত
কুল-কায়িনাতের যিনি একমাত্র খ¦লিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক। সেই মহান আল্লাহ পাক তিনি প্রতিটি সেকেন্ড এবং ২৪ ঘন্টা কোন
শান মুবারকে থাকেন? সেই মহান আল্লাহ পাক উনার প্রতিটি সেকেন্ড এবং ২৪
ঘন্টা কিভাবে কাটে? এই প্রশ্নের উত্তর মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ
শরীফ উনার মধ্যে জানিয়ে দিয়েছেন।
খ¦লিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক
করেন- নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা
মহাসম্মানিত নবী ও মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে অত্যন্ত
মুহব্বতের সাথে এবং অত্যন্ত জওক্ব-শওক্বের সাথে ছলাত মুবারক এবং সালাম মুবারক দায়েমীভাবে
পেশ করেন। হে ঈমানদারগণ! তোমরাও মহাসম্মানিত নবী ও মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার শান মুবারকে অত্যন্ত মুহব্বত এবং তা’যীম-তাকরীমের সাথে ছলাত মুবারক এবং সালাম
মুবারক পেশ করো। (পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৬)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি প্রতিটি সেকেন্ড এবং প্রতি ২৪ ঘণ্টাব্যাপী নূরে মুজাসসাম
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ছলাত মুবারক
এবং সালাম মুবারক পেশ করার মাধ্যমে ফালইয়াফরাহূ খুশি মুবারক প্রকাশ করে অনন্তকালব্যাপী
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করে আসতেছেন। সুবহানাল্লাহ! অত্যন্ত খোশ খবর! অত্যন্ত
খোশ খবর! অত্যন্ত খোশ খবর! মহান আল্লাহ পাক উনার প্রতি সেকেন্ড এবং প্রতি ২৪ ঘণ্টার
আমল অনন্তকালব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ এখন জারী হয়েছে মসজিদে, মাদরাসায়, ঘরে-ঘরে, পাড়া-মহল্লায়, গ্রামে-গঞ্জে, আনাচে-কানাচে বিশ্বব্যাপী। সুবহানাল্লাহ! মহান আল্লাহ
পাক উনার প্রতি সেকেন্ড প্রতি ২৪ ঘণ্টার আমল পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ অনন্তকালের
জন্য কায়িনাতে জারি করেছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনার সম্মানিত আওলাদ উনার সম্মানিত খলীফা যিনি ঢাকা রাজারবাগ দরবার শরীফ
উনার সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
No comments