Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

এক মুসলমান ভাইয়ের প্রতি অপর মুসলমান ভাইয়ের হক্বসমূহ

No photo description available.


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثٌ كُلُّهُنَّ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ عِيَادَةُ الْمَرِيضِ وَشُهُودُ الْجَنَازَةِ وَتَشْمِيتُ الْعَاطِسِ إِذَا حَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ

অর্থ: “হযরত আবূ হুরায়রাহ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- তিনটি বিষয় তার প্রতিটিই প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য করণীয়। রুগ্নকে দেখতে যাওয়া, জানাযায় অংশগ্রহণ করা এবং যে ব্যক্তি হাঁচি দিয়ে মহান আল্লাহ পাক উনার প্রশংসা করে তার জাওয়াব দেয়া তথা ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা।” (আদাবুল মুফরাদ হা/নং ৫২১, ছহীহ ইবনে হিব্বান)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-

عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أنَّ رَسُوْلَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ  رَدُّ السَّلامِ، وَعِيَادَةُ الْمَرِيْضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإجَابَةُ الدَّعْوَةِ وتَشْمِيْتُ الْعَاطِسِ مُتَّفَقٌ عَلَيهِ  وفي رواية لمسلم: حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ ستٌّ إِذَا لَقِيْتَهُ فَسَلِّمْ عَلَيْهِ وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ وإِذَا اِسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ وإِذَا عَطَسَ فَحَمِدَ اللهَ فَشَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ

অর্থ: “হযরত আবূ হুরায়রাহ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার থেকে বর্ণিত, নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- এক মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি হক্ব বা দায়িত্ব রয়েছে, আর তা হলো:
(১) সালামের জাওয়াব দেয়া
(২) রোগী বা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া
(৩) কোন মুসলমান ইন্তেকাল করলে তার জানাযায় অংশ গ্রহণ করা
(৪) দাওয়াত দিলে তা গ্রহণ করা এবং
(৫) কেউ হাঁচি দিলে তার জাওয়াব দেওয়া।”
আর মুসলিম শরীফের অন্য বর্ণনায় রয়েছে, “এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি অধিকার বা দায়িত্ব রয়েছে, আর তা হলো:
যখন তার সঙ্গে দেখা হবে তখন তাকে সালাম দিবে, সে তোমাকে দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করবে, সে তোমার কাছে উপদেশ চাইলে তুমি তাকে উপদেশ দিবে, সে হাঁচি দিয়ে ‘আলহামদু লিল্লাহ’ বললে তার জাওয়াব দিবে, সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে এবং সে ইন্তিকাল করলে তার জানাযায় অংশ গ্রহণ করবে।” (ছহীহ বুখারী শরীফ হা/নং ১২৪০, ছহীহ মুসলিম শরীফ হা/নং ২১৬২, তিরমিযী শরীফ হা/নং ২৭৩৭, নাসাঈ শরীফ হা/নং ১৯৩৮, আবূ দাউদ শরীফ হা/নং ৫০৩০, ইবনে মাজাহ শরীফ হা/নং ১৪৩৫, মুসনাদে আহমাদ হা/নং ২৭৫১১, ১০৫৮৩, রিয়াদুছ ছলিহীন হা/নং ২৪৩)

মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত অপর মুসলমান ভাইয়ের হক্বসমূহ আদায় করার তাওফীক দান করুন। আমীন!

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.