Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

করোনাসহ সমস্ত প্রকার আযাব-গযব থেকে বাঁচতে মুজাদ্দিদে আ’যম, আখাচ্ছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলাহ আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক-এ আসার বিকল্প নেই



বর্তমান পরিস্থিতিতে সবাই খুঁজছে একটি নিরাপদ আশ্রয়। কিন্ত অধিকাংশ মানুষই সেই আশ্রয় খুজতে যেয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। কিন্ত পবিত্র হাদীছ শরীফে চৌদ্দশত বছর পূর্বেই সেই নিরাপদ আশ্রয় উনার কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ!
 পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ عَلِىٍّ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلنُّجُوْمُ اَمَانٌ لِاَهْلِ السَّمَاءِ اِذَا ذَهَبَتِ النُّجُوْمُ ذَهَبَ اَهْلُ السَّمَاءِ وَاَهْلُ بَيْتِىْ اَمَانٌ لِاَهْلِ الْاَرْضِ فَاِذَا ذَهَبَ اَهْلُ بَيْتِىْ ذَهَبَ اَهْلُ الْاَرْضِ
অর্থ: সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- তারকারাজী হচ্ছে আসমানবাসীর জন্য নিরাপত্তা দানকারী। যখন তারকারাজী বিদায় নিবে তখন আসমানবাসীও ধ্বংস হয়ে যাবে। আর আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন, যমীনবাসীর জন্য, অর্থাৎ তামাম কায়িনাতবাসীর জন্য নিরাপত্তাদানকারী। যখন আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বিদায় নিবেন, তখন যমীনবাসী, অর্থাৎ তামাম কায়িনাতবাসী সকলেই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ! (ফাদ্বায়িলুছ ছাহাবাহ ২/৬৭১, মিরকাত শরীফ ৯/৩৯৮৮, সুবুলুল হুদা ওয়ার রশাদ ১১/৭)

অপর বর্ণনায় এসেছে-
عَنْ حَضْرَتْ سَلَمَةَ بْنِ الْاَكْوَعِ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلنُّجُوْمُ اَمَانٌ لِاَهْلِ السَّمَاءِ وَاَهْلُ بَيْتِىْ اَمَانٌ لِاُمَّتِىْ

অর্থ: হযরত সালামাহ ইবনে আকওয়া’ রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- তারকারাজী হচ্ছে, আসমানবাসীর জন্য নিরাপত্তাদানকারী আর আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন, আমার উম্মতের জন্য নিরাপত্তাদানকারী। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, ত্ববারনী শরীফ, সুবুলুল হুদা ওয়ার রশাদ ১১/৬)
উপরোক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা স্পষ্ট বুঝা গেল যে, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন, যমীনবাসী তথা তামাম কায়িনাতবাসীর জন্য নিরাপত্তা দানকারী। উনাদের জন্যই তারকারাজী আসমান ও যমীন টিকে আছে এবং ক্বিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ!  আর বর্তমানে সেই মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম হচ্ছেন, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলাহ আলাইহিস সালাম এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। সুবহানাল্লাহ! কাজেই বর্তমানে সমস্ত প্রকার নিরাপত্তা পেতে উনাদের ছোহবত মুবারক-এ আসার বিকল্প নেই। মহান আল্লাহ পাক সবাইকে সেই তাওফীক দান করুন। আমীন!

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.