Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

বাইয়াত গ্রহণ করে ইখলাছ অর্জন করা ফরযে আইন



মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি, শয়তানকে অর্থাৎ অভিশপ্ত মালউন ইবলিসকে যখন বললেন যে তুমি আমার নবী ও রসূল হযরত আদম আলাইহিস সালাম উনাকে সিজদা করো তখন সে তা অমান্য করলো। নাউযুবিল্লাহ!
অভিশপ্ত, লা’নতগ্রস্ত, চির জাহান্নামী, মালউন, ইবলিশ শয়তান সে, মহান আল্লাহ পাক রব্বুল আলামীন   উনার সাথে চরম বেয়াদবী করলো এবং হযরত আদম আলাইহিস সালাম উনার সাথে সে অহংকার করলো ও চরম বেয়াদবী প্রদর্শন করলো তথা মহান আল্লাহ পাক উনার আদেশ  মুবারক অমান্য করে সে চরম সীমালঙ্ঘন করলো। নাউযুবিল্লাহ!
যার ফলে মহান আল্লাহ পাক তিনি যখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, তখন সেই মালউন সে বলে যে,
قال فبعز تك لاغوينهم اجمعين.
الا عبادك منهم المخلصين.
অর্থ: “সে (শয়তান) বললো  হে মহান আল্লাহ পাক) আপনার মহান ইজ্জতের ক্বসম, অবশ্যই আমি তাদের সকলকে গুমরাহ বা বিভ্রান্ত করবো।”
অবশ্য তাদের মধ্য থেকে আপনার মুখলাছ বান্দাগণ ব্যতীত। (পবিত্র সূরা ছোয়াদ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮২,৮৩)

এখানে একটা ফিকির রয়েছে যে, মহান আল্লাহ পাক উনার মুখলাছ বান্দাগণ শয়তানের বিভ্রান্তি থেকে বেঁচে থাকবেন।

এখন মুখলাছ কারা? ইখলাছ হাছিলকারীগণ তথা ইখলাছ প্রাপ্ত বান্দাগণকে বলা হয় মুখলাছ।
কাজেই আমাদেরকেক সকলকে ইখলাছ অর্জন করতে হবে।

সেটা কীভাবে? একজন খালিছ ওলীআল্লাহ উনার নিকট বাইয়াত গ্রহণ করে সবক নিয়ে নিয়ম মাফিক উনার ছোহবত ইখতিয়ার করে তথা উনার মুবারক সংস্পর্শে থেকে মহান আল্লাহ পাক  উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক সন্তুষ্টি হাছিলের লক্ষ্যে ইবাদত-বন্দেগী করতে হবে। এক কথায় একজন হক্কানী-রব্বানী মুরশীদ বা শায়েখ বা পীর ছাহেব ক্বিবলা উনার নিকট বাইয়াত হতেই হবে এটা ফরযে আইন। এছাড়া কামিয়াবীর সোপানে পৌঁছার বিকল্প কোনো পথ নেই।

 মহান আল্লাহ পাক তিনি আমাদের সে তাওফীক্ব দান করুন। আমীন। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে হিফাযত করুন। আমীন।

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.